১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘ভ্রষ্টাচার’, যে ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিনী অভিনেতা রজনীকান্ত। ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। এবার প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই দুই সুপারস্টার।
গত ১৪ অগস্ট রজনীকান্তের ‘কুলি’ মুক্তি পেয়েছে সারা দেশজুড়ে। ফের আরও একবার ছবির পর্দায় সাইথ ফ্লিম ইন্ডাস্ট্রির এই সুপারস্টারের ম্যাজিক দেখতে পেলেন দর্শকরা। তবে এবার শুধু একা রজনীকান্ত নন, ম্যাজিক দেখাতে আসছেন মিঠুন চক্রবর্তীও। আসতে চলেছে ‘জেলর’ ছবির দ্বিতীয় ভাগ ‘জেলর ২’।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী, চলতি সপ্তাহে মিঠুনের সঙ্গে যোগ দেবেন রজনীকান্তও। ছবিতে মিঠুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলেও জানা গিয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরেই বড়পর্দায় দেখতে পাওয়া যাবে এই সিনেমাকে।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘জেলর’ ছবিটি, যা বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি ব্যবসা করেছিল। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় তৈরি হওয়া এই ছবিটির দ্বিতীয় ভাগই এবার আসতে চলেছে। ছবির শ্যুটিং হবে চেন্নাই শহর দেশের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
একদিকে যেমন রজনীকান্তের ছবি ‘কুলি’ মাত্র ৪ দিনেই ৪০০ কোটি টাকা উপার্জন করেছে তেমন অন্যদিকে মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি ঘিরে সারা দেশ জুড়ে চলছে তুমুল বিতর্ক। এইসব কিছুর মধ্যেই এবার নতুন কাজ শুরু করতে চলেছেন দুই প্রবীণ অভিনেতা।
প্রসঙ্গত, ‘কুলি’ ছবির সঙ্গে ওই একই দিনে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ এবং ‘ওয়ার ২’। তবে আয়ের নিরিখে অন্য দুটি ছবির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ‘কুলি’। তবে ‘কুলি’ এখনও প্রতিদ্বন্দ্বিতা করছে ‘সাইয়ারা’ এবং ‘ছাবা’- এর মতো সিনেমাগুলির সঙ্গে। তবে খুব শীঘ্রই যে এই প্রতিযোগিতায় এগিয়ে যাবে ‘কুলি’, তা ভক্তদের উন্মাদনা দেখেই ঠাহর করা যাচ্ছে।