২০১৫ সালে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। স্বামীর থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন মীরা, ফলে বিয়ের পরপর ভীষণ একাকীত্ব কাটত সময়। তবে সেই সময় পেরিয়ে এসে আজ স্বামী-স্ত্রী সুখে সংসার করছেন দুই ছেলেমেয়েকে নিয়ে।
সুখে দুঃখে কেটে গেছে ১০ টা বছর। এই দশ বছরের পাল্টে গিয়েছে অনেক কিছু, পাল্টায়নি শুধু ভালোবাসা। তাই দশমতম বিবাহ বার্ষিকীতে স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু অদেখা ছবি পোস্ট করলেন মীরা রাজপুত।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
মীরা যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে স্ত্রীকে জড়িয়ে ধরে ছবি তুলছেন শাহিদ। ছবি তোলার সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন স্ত্রীর দিকে। দ্বিতীয় ছবিটি ভীষণ স্পেশাল। সন্তানকে কোলে নিয়ে বাবার দায়িত্ব পালন করছেন অভিনেতা।
তৃতীয় ছবিতেও শাহিদের সন্তানের হাতে হাত রাখার ছবি পোস্ট করেছেন মীরা। চতুর্থ ছবিটি দোলনায় বসে ছেলে মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা দিয়েছে অভিনেতাকে। চতুর্থ ছবিটি বিদেশের কোনও প্রেক্ষাপটে তোলা। জীবনের এতগুলি বছর একসঙ্গে থাকার পরেও প্রেম যে একেবারে প্রথম দিনের মতোই নতুন তা এই শেষ ছবি দেখলেই বোঝা যায়।
ছবিগুলি পোস্ট করে মীরা লেখেন, ‘আমার চিরকাল। তুমি আর আমি, আমরা আর এখন।’ গত ১০ বছরে কাটানো বিভিন্ন সুখের মুহূর্ত একটি ছোট্ট পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেতার স্ত্রী। মীরার পোস্টে একাধিক ব্যক্তি বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ফারাহ খান এবং দিয়া মির্জা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৪৪ বছর বয়সী শাহিদ কাপুর এবং ৩০ বছর বয়সী মীরা রাজপুত। ২০১৬ সালে প্রথম সন্তান মিশা এবং ২০১৮ সালে দ্বিতীয় সন্তান জৈনকে জন্ম দেন মীরা।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
অভিনয়ে জগত থেকে দূরে থাকলেও মীরা নিজের ব্যবসা নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন। সংসার এবং সন্তান সামলানোর পাশাপাশি নিজের কাজ নিপুণভাবে সামলাচ্ছেন মীরা। অন্যদিকে শাহিদ শেষ অভিনয় করেছিলেন ‘দেবা’ ছবিতে, যা মুক্তি পায় গত ৩১শে জানুয়ারি।