২০১৫ সালের মাত্র ২০ বছর বয়সে ৩৪ বছর বয়সী শাহিদ কাপুরকে বিয়ে করেছিলেন মীরা রাজপুত। ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে বিয়ের ১০ বছর। দুই সন্তান মিশা এবং জেইনকে নিয়ে সুখে সংসার মীরার। কিন্তু এত কিছুর পরেও কেন আজও বিয়ের পরবর্তী সময় নিয়ে ক্ষোভ রয়েছে মীরার মনে? আচমকা পরিবর্তিত জীবনে কীভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি?
সম্প্রতি নয়না ভান এবং সাক্ষী শিবদাসানির সঙ্গে ইউটিউব চ্যানেল মোমেন্ট অফ সাইলেন্স- এর কথোপকথন চলাকালীন মীরা শাহিদের সঙ্গে বিবাহিত জীবনের কিছু মুহূর্ত তুলে ধরেন। তিনি শেয়ার করেন, মাত্র ২০ বছর বয়সে বিয়ে হওয়ায় প্রথম কি পরিবর্তনে এসেছিল তাঁর জীবনে? কেন একা লাগত তাঁর?
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
কথোপকথন চলাকালীন মীরা বলেন, ‘বিয়ের পর পর ভীষণ একা লাগত। বন্ধুদের ভীষণভাবে মিস করতাম। বিয়ের পর বন্ধুদের দেখে মনে হতো, ওদের মতো যদি জীবনটা কাটাতে পারতাম! খুব স্বাভাবিকভাবেই ওরা খুব ব্যস্ত হয়ে উঠেছিল তখন নিজেদের জীবনে, তেমনভাবে আর যোগাযোগ ছিল না আমাদের মধ্যে। খুব কষ্ট হতো।’
মীরা আরও বলেন, ‘আমার মনে হতো, আমার বন্ধুরা পড়াশোনা করছে, ঘুরে বেড়াচ্ছে, ওদের জীবনটা অনেক আকর্ষণীয়। যদিও পড়ে আস্তে আস্তে আমিও ব্যস্ত হয়ে পড়ি সংসার সন্তান সবকিছু নিয়ে। এখন আর সেইভাবে যোগাযোগ হয় না কারও সঙ্গে।’
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে হেসে খুন ম্রুণাল, মৌনীরা
তবে একদিকে যেমন বন্ধুদের নিয়ে অনুযোগ রয়েছে মীরার মনে তেমন অন্যদিকে মীরাকে নিয়েও নাকি অভিযোগ রয়েছে বন্ধুদের মনে। বিয়ের পর বন্ধুদের সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ভীষণ দুঃখ পেতেন বন্ধুরা। যদিও এখন বন্ধুরাও বিবাহিত, তাই তাঁরাও মীরার অবস্থানটা বুঝতে পারে। তবে আগের মতো দেখা না হলেও বন্ধুত্ব থেকে গেছে আগের মতোই।