গত বছর বরুণ ধাওয়ানের শেষ অভিনীত ছবি ‘বেবি জন’ বক্স অফিসে মারাত্মক ফ্লপ প্রমাণিত হয়েছে। তবে এই মুহূর্তে বরুণ নিজের আসন্ন ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। ‘সানি কি তুলসী কুমারী’, ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’, ‘বর্ডার ২’, এই তিনটি ছবি হাতে রয়েছে অভিনেতার।
এই মুহূর্তে ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত বরুণ। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করবেন মৌনী রায় এবং ম্রুণাল ঠাকুর। পরিচালক ডেভিড ধাওয়ান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
ছবির শ্যুটিং চলাকালীন দুই অভিনেত্রীকে বরুনের সঙ্গে মজা করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মৌনী এবং ম্রুণাল বরুণের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। এই কাণ্ড দেখে যখন কেউ পেছন থেকে জিজ্ঞাসা করে কি হচ্ছে,ম্রুণাল ঠাকুর 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' গানটি গাইতে শুরু করেন।
এই গোটা ঘটনাটি সম্পর্কে অবগত থাকেন না বরুণ। তিনি কিছুই জানতেন না। বরুণ জুতো বাঁধা অবস্থায় কোনও রকমে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। কিছুটা যেতেই আর টাল সামলাতে পারেন না তিনি। মুখ থুবড়ে পড়েন বরুণ।
বরুণ হুমড়ি খেয়ে পড়তেই তাঁকে ধরে ফেলেন দুই অভিনেত্রী। নিজেকে কোনও রকমে সামলে একটি সোফায় বসে পড়েন তিনি। উপস্থিত সকলে ব্যাপারটি দেখে হাসতে শুরু করেন। হাসতে শুরু করেন পরিচালকও। কাজের ফাঁকে এরকম ছোটখাটো মজা হলে মন্দ হয় না।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আমার সঙ্গে গুন্ডার মতো আচরণ করা হচ্ছে।’ (যদিও ক্যাপশনটি মজা করে লেখা)। বরুণের এই ভিডিয়োটি পোস্ট হতেই কিছু মানুষ বরুণের সঙ্গে মজা না করার জন্য অনুরোধ করেছেন আবার কিছু মানুষ মৌনী ও ম্রুণালকে একসঙ্গে সিনেমায় অভিনয় করতে দেখে আনন্দ প্রকাশ করেছেন।