'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। 'দ্য লেডি কিলার' উপহার দেওয়ার এক বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন অর্জুন-ভূমি। বৃহস্পতিবারই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা। ছবিটি ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
লেখা হয়, ‘এখানে ভালোবাসার জ্যামিতিতে অনেক টুইস্ট। কারণ এখানে ত্রিকোণ প্রেম নয়, পুরো একটা বৃত্ত! #MereHusbandKiBiwi ২১ ফেব্রুয়ারি, ২০২৫’।
আরও পড়ুন: ডিভোর্সি দীপঙ্করকে গোপনে বিয়ে অহনার, লুকিয়ে ১ বছর! ফোন করতেই মা চাঁদনী বললেন…
নির্মাতারা ছবিটির মোশন পোস্টারও উন্মোচন করেছেন, যেখানে নারীর স্টিলেটো এবং পাঞ্জাবি জুতির মধ্যে এক পুরুষের জুতো ধরা পড়েছে। সাদা হিলের স্যান্ডেলে 'ফিউচার' শব্দটি ছাপা থাকলেও, জুতিতে লেখা আছে 'অতীত'। মুদাসসর আজিজ, যিনি এর আগে ‘খেল খেল মে’ এবং ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো ছবিগুলি বানিয়েছেন, তিনিই মেরে বিবি কি হাজব্যান্ড পরিচালনা করেছেন।
আরও পড়ুন: ‘এত নেগেটিভিটি…’, কেন দীপঙ্করকে বিয়ের খবর ১ বছর লুকোলেন অহনা! মাকে জানিয়েছিলেন, জবাব ‘মিশকা’র
ছবিটি নিয়ে উচ্ছ্বসিত আজিজ বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি সবসময় এমন গল্প বলায় বিশ্বাসী, যা বিনোদন দেয় এবং সব বয়সের দর্শকদের মুখে হাসি ফোটায়। আমি বিশ্বাস করি যে, এই জাতীয় সিনেমাগুলি স্থায়ী হয় এবং বারবার দেখার আগ্রহও থাকে দর্শকের। মেরে হাজব্যান্ড কি বিবি এমন একটি সিনেমা যা রোমান্টিক সম্পর্কের কৌতুক এবং সঙ্গে একটি জটিলতাকেও তুলে ধরে। আমি সবসময় স্বাস্থ্যকর বিনোদন দিতে ভালোবাসি, এমন সিনেমা যা বন্ধু-পরিবার সবাইকে একসঙ্গে নিয়ে দেখা যায়। এই সিনেমার মাধ্যমে আমরা ঠিক সেটাই করেছি।’
আরও পড়ুন: রেকর্ড আয় নিউ ইয়ারে, ১৩ দিনে ১১.৫ কোটিতে খাদান! বক্স অফিসে সন্তানের কী হাল, খোলসা মহেন্দ্র সোনির
এদিকে, 'মেরে হাজব্যান্ড কি বিবি' ঘোষণা হওয়ার পর থেকেই, দর্শকদের মনে জল্পনা ছবির গল্প কী হবে তা নিয়ে। একাংশ মনে করছেন, সিনেমার শেষে অর্জু কাপুরকে ধোকা দিয়ে এক হবেন ভূমি আর রকুল। অর্থাৎ ফের একবার সমকামি সম্পর্ক দেখানো হবে বলিউডে! তো কারও মনে ঘুরেফিরে আসছে কার্তিক-অনন্যা-ভূমির পতি পত্নী অর ওহ-র কথাও।
তবে গল্পের আভাস তো মিলবেই ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে সঙ্গে। আর ছবি মুক্তিতেও বাকি মাত্র ১ মাস।