বাংলা নিউজ > বায়োস্কোপ > Manasi-Khadaan: 'না হয় বেশি হল পাবার যোগ্যতা নেই', দেব ভক্তদের নাচানাচিতে অতিষ্ঠ মানসীর ছবির দর্শক, ক্ষুব্ধ পরিচালক
বড় দিনের আগে বাংলার বক্স অফিসে বড় টক্কর। একসঙ্গে চারটি বাংলা ছবি শুক্রবার মুক্তি পেয়েছে এ রাজ্যে। শুরুতেই রয়েছে দেবের খাদান। ৬-৭ কোটির বাজেটে তৈরি এই ছবি ঘিরে শুরু থেকেই চর্চা, রাজ্যজুড়ে পুরোদমে ছবির প্রচারও সেরেছেন দেব। তার পরেই রয়েছে সন্তান। রাজ চক্রবর্তীর এই ছবি প্রযোজনার দায়িত্বে টলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা এসভিএফ। আরও পড়ুন-‘একই হলে ছবি রিলিজ করছে…’, দেবকে বিয়ের স্বপ্ন ছিল, ক্রাশের সঙ্গে মুখোমুখি লড়াই! আবেগে ভাসলেন অন্বেষা