মৈনাক বন্দ্যোপাধ্যায়, সিরিয়াল এবং ওয়েব সিরিজের ভীষণ পরিচিত একটি মুখ। তবে খুব সম্প্রতি মৈনাক পরিচিতি পেয়েছিলেন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের হাত ধরে। ২০২৩ সালে শুরু হওয়া সেই সিরিয়ালের প্রতি এক ভক্তের ভালোবাসার ছবি সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন মৈনাক।
মধুরিমা নামে জনৈক ফেসবুক ব্যবহারকারীর মেসেজের স্ক্রিনশট পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। মৈনাককে মেসেজ করে মধুরিমা বলেন, ‘এটা হয়তো খুবই সাধারণ একটা কথা কিন্তু আমার ঠাকুমা ইচ্ছে পুতুল ধারাবাহিকের ভীষণ বড় ভক্ত ছিলেন। আমি খুব একটা ধারাবাহিক দেখি না কিন্তু আমি ওঁকে শিখিয়ে দিয়েছিলাম অনলাইনে কীভাবে এপিসোড দেখতে হয়।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
মধুরিমা আরও লেখেন, ‘আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের থেকে এর গল্প অনেকটাই আলাদা ছিল। সব থেকে ভালো লাগবে আপনার অভিনয়। শুভকামনা আপনাকে।’ মধুরিমা মেসেজের রিপ্লাই দিয়ে মৈনাক লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আপনার ঠাকুমাকে আমার প্রণাম জানাবেন।’
ছবিটি পোস্ট করে ক্যাপশনে মৈনাক লেখেন, 'ইচ্ছে পুতুল শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। দু'বছর হয়ে গিয়েছে তার পরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা একজন অভিনেতার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ অর্ক গঙ্গোপাধ্যায়, শিল্পী মিত্র দি। থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।'
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৩ সালে ৩০ জানুয়ারি। ধারাবাহিকটি শেষ হয় ২০২৪ সালের ৯ মার্চ। এই ধারাবাহিকে মৈনাক সৌরনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের পর খুব সম্প্রতি শেষ হয়ে যাওয়া ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে একেবারে শেষের দিকে ক্রান্তিভূষণ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নিলু অর্থাৎ দেবাদ্রিতা বসুর বিপরীতে অভিনয় করতে দেখা যায় মৈনাককে।