অভিনেতা তথা কৌতুক অভিনেতা কিকু শারদা একটি নতুন রিয়ালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানের জন্য একেবারে প্রস্তুত। আর কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে কিকুকে। তবে কি সত্যি কোন সমস্যা তৈরি হয়েছে কপিল শর্মার অনুষ্ঠানে?
সম্প্রতি স্ক্রিনের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কিকুর সঙ্গে কোনও সমস্যাই তৈরি হয়নি কপিল শর্মার অনুষ্ঠানে। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। অর্চনা যিনি কপিল শর্মার অনুষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি জানিয়েছেন গোটা ব্যাপারটাই একেবারে মিথ্যা।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
ঘটনার সূত্রপাত
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় কিকু ও ক্রুষ্ণার সঙ্গে তৈরি হয়েছে সমস্যা। কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে। ভিডিয়োয় কিকুকে বলতে শোনা যায়, আমি কি টাইম পাস করছি? উত্তরে ক্রুষ্ণা বলেন, ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি। তখন কিকু বলেন, ব্যাপারটা আমিও শেষ করতে কিন্তু পারি।
এরপরেই ক্রুষ্ণাকে বলতে শোনা যায়, আমি তোমাকে যথেষ্ট সম্মান করি ভালোবাসি, তাই আমি আওয়াজ উঁচু করতে চাই না। উত্তরে কিকু বলেন, আওয়াজ উঁচু করার প্রশ্নই আসছে না, তুমি ব্যাপারটাকে ভুল ভাবে নিচ্ছ।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই যেহেতু কিকুর অনুষ্ঠান ছেড়ে দেওয়ার খবর শোনা যায় তাই অনেকেই ভাবেন হয়তো সমস্যা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন কিকু। কিন্তু সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেটা পুরোটাই স্ক্রিপটেড। শ্যুটিংয়ের একটি অংশ মাত্র। তাই ওই ঘটনার সঙ্গে কিকুর অনুষ্ঠান ছাড়ার কোনও যোগসূত্র নেই।
এও শোনা যাচ্ছে, কপিলের সঙ্গে সমস্ত প্রতিশ্রুতি শেষ করার পরেই রাইজ অ্যান্ড ফল অনুষ্ঠানে যোগদান করছেন অভিনেতা। তাই ভক্তদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা পুরোপুরি অপ্রাসঙ্গিক। প্রসঙ্গত, আগামী শনিবার কপিল শর্মার অনুষ্ঠানে আসবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি।