এই মুহূর্তে কৌশিক গঙ্গোপাধ্যায় সহ ‘ধূমকেতু’ ছবির কলাকুশলীরা ভীষণ খুশি ছবির সাফল্যে। একের পর এক রেকর্ড ভাঙছে ধূমকেতু, যার আপডেট দিচ্ছেন পরিচালক স্বয়ং। কিন্তু এত আনন্দের মধ্যেও বিষাদের ছায়া কৌশিকের মনে। মায়ের মৃত্যুবার্ষিকীতে সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন মনের কথা।
২০২৪ সালে ১৮ আগস্ট চিরকালের জন্য মাকে হারিয়েছিলেন পরিচালক। এই এক বছরে অনেক কিছুই শিখেছেন কৌশিক, যার মধ্যে অন্যতম হল মাকে ছাড়া বেঁচে থাকার প্রচেষ্টা। তবে আপনি যতই চেষ্টা করুন না কেন, মাকে ছাড়া এক মুহূর্ত মন বসে না কোথাও। জীবন নিজের মতো অতিবাহিত হলেও আজও যেন মনে পড়ে যায় মায়ের কথা।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
মায়ের মৃত্যুবার্ষিকীতে মায়ের ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘এক বছর আগে এই দিনেই মা চলে গিয়েছিলেন বাবার কাছে। আমাদের গড়িয়ার বাড়িতে মায়ের বাৎসরিক মাতৃপূজো দাদা করলেন। এই অনুষ্ঠানের পর নাকি মর্ত্যলোক থেকে চিরকালের জন্য স্বর্গলোকে মুক্তি পায় আত্মা। পুরোহিতমশাই তেমনটাই বললেন।’
পরিচালক আরও লেখেন, ‘শরীরে না থাকলে সে না থাকার স্বর্গ মর্ত্য কোনও ফারাক থাকে না পরিবারের কাছে। মায়ের ঘর, বিছানাটা খালি, সেটাই বারবার বলে দেয় মা চলে গিয়েছেন অনন্তলোকে। যেখানে গিয়েছেন যারা নিজের মনের মতো করে সুখে থাকেন। ওখানে ঠান্ডা পানীয় ফ্যানটা, কোক ও আইসক্রিম যেন অবশ্যই পাওয়া যায় এইটুকু কামনা করি। নইলে হাজার প্রাপ্তিতেও মায়ের মন ওখানে বসবে না। আমাদের সবার প্রণাম নিও মা।’
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই আবেগঘন পোস্ট দেখে চোখে জল চলে আসে নেটিজেনদের। গত বছর এই সময়ে চিরকালের জন্য ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন পরিচালকের মা। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৬ বছর। গড়িয়ায় কৌশিকের পৈত্রিক বাড়িতেই প্রয়াত হয়েছিলেন বুলা গঙ্গোপাধ্যায় অর্থাৎ পরিচালকের মা।