বাংলা নিউজ > বায়োস্কোপ > Chandu Champion: চান্দু চ্যাম্পিয়নে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর মুখোমুখি হবেন কার্তিক! প্রকাশ্যে ছবির BTS দৃশ্য
পরবর্তী খবর
Chandu Champion: চান্দু চ্যাম্পিয়নে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর মুখোমুখি হবেন কার্তিক! প্রকাশ্যে ছবির BTS দৃশ্য
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 07:24 PM ISTSubhasmita Kanji
Chandu Champion: চান্দু চ্যাম্পিয়ন ছবিতে সেনা আগবেকোর সঙ্গে কুস্তি লড়তে চলেছেন কার্তিক আরিয়ান! কী জানালেন অভিনেতা?
চান্দু চ্যাম্পিয়নে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর মুখোমুখি হবেন কার্তিক!
চান্দু চ্যাম্পিয়ন ছবির কাজ জোর কদমে চলছে। নাম ভূমিকায় এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। তিনি হামেশাই এই ছবির BTS দৃশ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার জানালেন আরও বড় একটি আপডেট। এই ছবিতে তাঁকে মারপিট করতে দেখা যাবে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর সঙ্গে।
কার্তিক আরিয়ান এদিন একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। তিনি সেই ছবিটি পোস্ট করে লেখেন, 'এই হাসিখুশি মানুষটার সঙ্গে কাল লড়াই করতে চলেছি আগামীকাল। আশা করব বিশ্ব চ্যাম্পিয়নের সেই রাগ কাল ও আমার উপর দেখাবে না।' কার্তিকের এই পোস্টে উত্তর দিয়েছেন সেনা আগবেকো। তিনি এদিন লেখেন 'তুমি তোমারটা করতে পারবে জানি।'
কার্তিক যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি স্লিভলেস টিশার্ট এবং হলুদ হাফ প্যান্ট পরে হাসতে দেখা যাচ্ছে। সেনা আগবেকো পাশে একটি কালো টিশার্ট এবং হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে হাসছেন।
প্রসঙ্গত কিছু মাস আগেও কার্তিক এই ছবির একটি BTS দৃশ্য শেয়ার করেন। সেটি একটি ওয়ার সিকোয়েন্সের দৃশ্য ছিল, সেখানে তাঁর পরনে ছিল ইউনিফর্ম। এই বেশে তিনি একটি মেশিন গান চালাচ্ছেন। এই ছবিটি শেয়ার করে তিনি লেখেন, 'এই ৮ মিনিটের লম্বা সিঙ্গল শট ওয়ার সিনটি সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। দেখার মতোও। এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় শট ছিল। ধন্যবাদ কবীর খান স্যার আজীবনের মতো এমন একটা স্মৃতি উপহার দেওয়ার জন্য।'
চান্দু চ্যাম্পিয়ন ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কবীর খান এবং কার্তিক আরিয়ান। এই ছবির জন্য তিনি কাশ্মীরের একটি নদীতে আইস বাথ পর্যন্ত নিয়েছেন। সেই দৃশ্যের ক্লিপও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে এই ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছিল। গত বছর জুলাই মাসে এই ছবির কথা ঘোষণা করা হয়। একাধিক জায়গায় চলছে এই ছবির শুটিং।