পরিচালক করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে সিঙ্গল ফাদার হিসেবে তাঁর জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলির কথা প্রকাশ করেছেন। করণ জানিয়েছেন যে, মা ছাড়া সন্তানকে লালন-পালনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা একটি মন্তব্য তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
আরও পড়ুন: মাথায় শোলার মুকুট, পরনে বেনারসি, এবার বিয়ের পিঁড়িতে রাইমা? পাত্র কে জানেন?
মোজো স্টোরিতে বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে, করণ জানান যে, তাঁকে খুব কঠোর মন্তব্যের মুখোমুখিও হতে হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, 'আপনি কি বুঝতে পারছেন যে, আপনি আপনার সন্তানদের মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছেন?'
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা শুনে আমি মুষড়ে পড়েছিলাম। এটা শুনে প্রথমবারের জন্য আমি আমার সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি বিশ্বাস করি আমি ওদের জন্য সব কিছু হতে পারি। আমি ওদের মা, ওদের বাবা, ওদের দাদু-দিদা। আমার মধ্যে সেই ভালোবাসা আছে। কিন্তু এই মন্তব্য আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। আমি বার বার ভাবছিলাম যে, আমি কি আদৌও ঠিক করেছি?’
আরও পড়ুন: অন্নপ্রাশনে 'কৃষ্ণ' সাজে রূপসা-পুত্র অগ্নিদেব, বাবা সায়নদীপ বাজালেন শাঁখ!