Kangana Ranaut: কঙ্গনার রেস্তোরাঁয় মিলবে নিরামিষ ও আমিষ খাবার, দাম কত? মধ্যবিত্ত কি পারবে সেখানে খেতে? Updated: 16 Feb 2025, 01:24 PM IST Ranita Goswami বরাবরই নিজেকে হিমাচলী ভূমিকন্যা বলেই পরিচয় দিতে ভালোবাসেন 'কুইন'। আর তাই পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই কঙ্গনা নিজের হোমটাউন মানালিতে খুলে ফেলেছেন রেস্তোরাঁ। যার মেনুতে রয়েছে ১৬ আনাই হিমাচলী খাবার।