২০২৫ মেট গালা অনুষ্ঠানে প্রথমবার অংশগ্রহণ করেছেন শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজেছিলেন তিনি। ইতিমধ্যেই শাহরুখের রাফ অ্যান্ড টাফ লুক সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। শাহরুখের ছবি ভাইরাল হতেই বন্ধুকে নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না কাজল।
কাজল এবং শাহরুখ শুধুমাত্র একে অপরের সহকর্মী তা নয়, তাঁরা দুজনে খুব ভালো বন্ধু। শাহরুখের মেট গালা লুক হুবহু নকল করে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কাজল, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কাজলের এই মজাদার পোস্ট দেখে হেসে খুন হন নেট পাড়ার বাসিন্দারা। একেই বলে বন্ধুত্ব, এমন মতও প্রকাশ করেন অনেকে।
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো উরফির, হামাগুড়ি দিয়ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস্বী তুলতেও বাধা! মেট গালায় যেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
কাজল যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে শাহরুখের পাশাপাশি কাজল নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাজলকে একটি কালো ব্লেজার পরে থাকতে দেখা গিয়েছে। দু হাতের আঙুল ভর্তি আংটি, হাতে রুপোলি রঙের একাধিক চুড়ি, নাকে নাকছাবি, কানে একাধিক দুল। সব মিলিয়ে কাজলকে দেখলে মনে হবে শাহরুখের ফিমেল ভার্সন।
ছবিগুলি পোস্ট করে কাজল লিখেছেন, ‘পার্থক্য খুঁজে বার করুন।’ শুধু তাই নয়, পোস্টে শাহরুখকে ট্যাগ করেছেন তিনি। কাজল যে এই পোস্ট নেহাতই মজার ছলে তৈরি করেছেন, তা আর বুঝতে বাকি নেই কারও। একজন বন্ধুই পারে একজন বন্ধুকে এইভাবে জ্বালাতন করতে। এক বন্ধু রাগ করবে না জেনেই এই কার্যকলাপ করতে সাহস পায় অন্য বন্ধু।
কাজলের এই পোষ্টের কমেন্ট বক্স ছেয়ে গেছে বিভিন্ন কমেন্টে। একজন লিখেছেন, ‘কোনও পার্থক্য নেই। উনি রাজা আর তুমি রানী।’ অন্য একজন লিখেছেন, ‘একেই বলে বন্ধুত্ব। বন্ধুকে জ্বালাতন করার মজাই আলাদা।’ তৃতীয় একজন লিখেছেন, ‘রাজ আর অঞ্জলির কথা মনে পড়ে গেল। একেবারে পুরনো দিনের মতো।’ চতুর্থজন লিখেছেন, ‘আবার আপনাদের এক সঙ্গে পর্দায় দেখতে চাই।’
আরও পড়ুন: কিং বেশে শাহরুখ, রাজকীয় অবতারে দিলজিৎ, মেট গালায় চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারের সঙ্গে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
প্রসঙ্গত, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গম’ সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং কাজল। পর্দায় তাঁদের রসায়ন যেমন অসাধারণ, তেমনই ব্যক্তিগত জীবনেও তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু।