বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Booking: নির্দিষ্ট কিছু হলে চালু জওয়ানের অ্যাডভান্স বুকিং, মুহূর্তেই বিক্রি সব টিকিট, 'এটা সবে শুরু' মত ভক্তদের
পরবর্তী খবর
Jawan Booking: নির্দিষ্ট কিছু হলে চালু জওয়ানের অ্যাডভান্স বুকিং, মুহূর্তেই বিক্রি সব টিকিট, 'এটা সবে শুরু' মত ভক্তদের
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 10:37 AM ISTSubhasmita Kanji
Jawan Advance Booking: জওয়ান ক্রেজ বাড়ছে প্রতিনিয়ত। আর সেটা কতটা তার পরিমাণ দেখা গেল আজকেই। ভারতের নির্দিষ্ট কিছু হলে জওয়ান ছবির অ্যাডভান্স বুকিং চালু করা হয়। আর মুহূর্তের মধ্যেই সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যায়।
নির্দিষ্ট কিছু হলে চালু জওয়ানের অ্যাডভান্স বুকিং
শাহরুখ ম্যাজিক দেখার জন্য আরও একবার বোধহয় সকলেই প্রস্তুত হয়ে যেতে হবে। চলতি বছরের শুরুতেই পাঠান বক্স অফিসের সমস্ত হিসেব নিকেষ পাল্টে ফেলেছিল। এবার পালা জওয়ানের। ছবিটি মুক্তি পেতে এখনও দেড় সপ্তাহ বাকি। কিন্তু হলে কী হবে? উন্মাদনা যে তুঙ্গে! এখনও ট্রেলার মুক্তি পায়নি ছবির এদিকে দর্শকরা অ্যাডভান্স বুকিং করার জন্য মুখিয়ে আছে। আস্ক এসআরকে সেশন করলে অধিকাংশ ভক্তের একটাই প্রশ্ন টিকিট কবে থেকে কাটা যাবে? আর এটাই বোধহয় কিং খানের জাদু বা পাওয়ার যাই বলুন না কেন।
তবে ভারতে এখনও অ্যাডভান্স বুকিং শুরু না হলেও বিদেশের একাধিক জায়গায় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সৌদি আরব, জার্মানি, ইত্যাদি দেশে এখনই জওয়ান ছবির টিকিট কাটা যাচ্ছে। ভারতে সামগ্রিক ভাবে এখনও চালু হয়নি এই অ্যাডভান্স বুকিং। তবে কিছু জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিং খুলেছিল, অ্যান্ড গেস হোয়াট! নিমেষেই সমস্ত টিকিট বিক্রি গিয়ে গিয়েছে। জওয়ান ছবির নতুন গানের টিজার প্রকাশ্যে আসার পর মুম্বই এবং থানের কিছু জায়গায় কয়েক ঘণ্টার জন্য অ্যাডভান্স বুকিং অপশন খোলা হয়। আর ভক্তরা কিন্তু মোটেই অপেক্ষা করেননি সেই সুযোগ হাতছাড়া করার।