এর আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল মমতা শঙ্করের শাড়ির আঁচল নামিয়ে পরা মেয়েদের নিয়ে মন্তব্যকে ঘিরে। আর এবার ফের স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে অভিনেত্রী। তিনি মন্তব্য করেন যে, তিনি তাঁর বাবা বা ছেলেকে কখনওই প্যাড কিনতে দিতে পারবেন না। আর তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয় ব্যপক চর্চা। স্যোশাল মিডিয়া জুড়ে অনেকেই তাঁদের নানা অভিজ্ঞতা ভাগ করে কটাক্ষ করেন মমতাকে, উগড়ে দেন ক্ষোভ। আর এবার অভিনেত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পোস্ট করলেন গায়িকা ইমন চক্রবর্তী।
আরও পড়ুন: বাবাকে দিয়ে প্যাড কেনাতে পারব না দাবি মমতার, 'এত আধুনিক হইনি যে...'
সমাজমাধ্যমের পাতায় কী লিখলেন ইমন?
শনিবার রাত্রে ইমন সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে লেখেন, ‘ছোটবেলায় আমার বাবা-ই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি। তাই আজও সেই অভ্যেস আমার নেই। আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব সাধারণ বিষয়। আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান। কী জানি? এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুল ছিলেন। রবীন্দ্রনাথের 'চিত্রাঙ্গদা'-তে চিত্রাঙ্গদা তাঁর সমানাধিকারের কথা বলেছেন, দাবি জানিয়েছেন। কী জানি, সেটাও কি ভুল ছিল? গা গোলাচ্ছে। শরীর খারাপ লাগছে আমার। কী জানি, হয়তো বেকার বেকার ..... জানিনা।'
আরও পড়ুন: গলায় জবার মালা, কপালে তৃতীয় নয়ন যেন মা ভবতারিণী! চিনতে পারলেন টলিপাড়ার এই নায়িকাকে?