প্রীতি জিন্টা সম্প্রতি মানুষের কমেন্ট দেখে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে মুখ খুলতে বাধ্য হলেন। সোশ্যাল মিডিয়ায় মানুষের কথাবার্তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ইউজারদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন তিনি?
শুক্রবার সোশ্যাল মিডিয়া বিষাক্ততার ওপর ক্ষোভ প্রকাশ করে অভিনেত X হ্যান্ডেলে লেখেন, সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে কি হচ্ছে? সবাই কেন এত খামখেয়ালি হয়ে যাচ্ছে? কেউ যদি একটি AI বোটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থ প্রদানের প্রচার।
আরও পড়ুন: দিব্যি পড়তে-লিখতে পারেন বাংলা, মজুমদার থেকে গুলজার হয়েও মাতৃভাষাকে ভোলেননি রাখি
আরও পড়ুন: চুপিসাড়ে টনি বেগকে বিয়ে করলেন নার্গিস ফাকরি! ‘হাউজফুল’ নায়িকার পাত্র কে?
প্রীতি বলেন, আপনি যদি প্রধানমন্ত্রী প্রশংসা করেন তাহলে আপনি একজন ভক্ত কিন্তু আপনি যদি হিন্দু হিসেবে গর্ববোধ করেন তাহলে আপনাকে অন্ধ ভক্ত হিসেবে ধরা হবে। এটাতো একেবারেই উচিত নয়। আমার মনে হয় আপনাদের ব্যক্তিগত জীবনে সমস্যা রয়েছে তাই ঠান্ডা হওয়ার ওষুধ খান। একে অপরের পাশে থাকুন। সময় দিন।
অভিনেত্রী লেখেন, এখন হয়তো আমাকে আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে আমি কেন আমার স্বামীকে বিয়ে করেছি। আমি ওকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি। সীমান্তের ওপারে এমন একজন ব্যক্তি আছে যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। (বীরজারা সিনেমার ডায়লগ)।
প্রীতি জিন্টার অনিচ্ছাকৃত একটি ভুলকে উল্লেখ করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, সেলিব্রিটিরা অনলাইনে লেখার সময় কীভাবে ভুল করেন? এগুলি না করলেই তো ট্রোল হয় না। ওই ইউজারের কথার উত্তরে প্রীতি লেখেন, আমার মনে হয় আপনি ভুলে গেছেন যে আমরা প্রযুক্তির সঙ্গে বড় হয়নি। AI নিয়ে আমাদের অনেক কৌতুহল রয়েছে। এছাড়া সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য আমি অনলাইনে খুব একটা আসতে পারি না। ভবিষ্যতে সময় পেলে অবশ্যই চ্যাটে ফিরে আসব।
আরও পড়ুন: কোথায় আছেন কেবিসির প্রথম কোটিপতি? ২৫ বছরে কি কি পরিবর্তন ঘটল জীবনে?
প্রসঙ্গত, ২০১৬ সালে জিন গুডেনাফের সঙ্গে বিয়ে করে বিদেশ চলে যান অভিনেত্রী। ২০২১ সালে স্যারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্মদিন প্রীতি। বহুবছর অভিনয় জগত থেকে দূরে থাকার পর ফের বড় পর্দায় তিনি ফিরে আসতে চলেছেন লাহোর ১৯৪৭ সিনেমার হাত ধরে।