বয়স নাকি ৭৫! সত্যিই কি তাই? বিশ্বাস করা সত্যিই কঠিন। হ্যাঁ, ১৬ অক্টোবর ৭৫ বছরে পা দিলেন ড্রিম গার্ল 'হেমা মালিনী'। আর হেমা জন্মদিন উপলক্ষ্যেই আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পার্টি। সোমবার রাতে সেই পার্টিতেই ছিল চাঁদের হাট, কে না ছিলেন সেখানে! তবে হেমার পার্টিতে নজর কাড়লেন রেখা। হেমার সৌন্দর্যের প্রশংসা করে স্টেজে উঠে ‘কেয়া খুব লাগতি হো’ গানে নাচলেন রেখা।
নেটদুনিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হেমাকে পাশে দাঁড় করিয়ে রেখেই ‘কেয়া খুব লাগতি হো’ গানে নাচলেন রেখা। এদিন রেখা সাদা রঙের এমব্রয়ডারি করা একটি শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে পরেছিলেন তাঁর নিজস্ব স্টাইলের গয়না। এদিন রেখার মতোই হেমার জন্মদিনের পার্টিতে এসেছিলেন জয়া বচ্চনও। ঢোকার মুখে ক্যামেরার সামনে পোজও দেন তিনি। ভাবছেন একই পার্টিতে রেখা আবার জয়া! হ্যাঁ এমনটাই ঘটেছে। তবে এদিনে রেখা-জয়া কেউই কারোর মুখোমুখি হননি।
আরও পড়ুন-অরিজিতের গাড়িকে বাইক নিয়ে ধাওয়া, একের পর এক হর্ন! কী করলেন গায়ক?
এদিন গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিল জুতো পরে পার্টির মধ্যমণি ছিলেন 'ড্রিম গার্ল' হেমা। কখনও তাঁকে ধর্মেন্দ্র পাশে বসে গান শুনতে দেখা গেল, কখনও আবার দুই মেয়ে এষা ও অহনাকে পাশে নিয়ে মঞ্চে উঠে কেক কাটতে দেখা গেল। তবে হেমার জন্মদিনের পার্টিতে দেখা গেল না, সানি দেওল, ববি দেওলদের।
আরও পড়ুন-মেয়েকে নিয়মিত চিঠি লেখে আলিয়া, আমিও রাহার জন্য বিশেষকিছু লিখতে চাই: রণবীর
এদিনে আবার জন্মদিনের পার্টিতে ছেলে তুষার কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন ‘প্রাক্তন’ জিতেন্দ্র। যাঁর সঙ্গে একসময় হেমা মালিনীর বিয়ে হওয়ার কথা ছিল। শোন যায়, জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ের দিন মদ খেয়ে বিয়ে ভণ্ডুল করতে উপস্থিত হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র। শেষপর্যন্ত হেমা-জিতেন্দ্রর বিয়ে হয়নি।

হেমার জন্মদিনে জিতেন্দ্র, তুষার কাপুর, রাকেশ রোশন
এদিকে নিজের জন্মদিনের পার্টিতে হেমা মালিনীও মঞ্চে তাঁর ছবির হিট গান তুনে ও রঙ্গিলে ক্যাসা জাদু কিয়া গায়ক হিসেবে মঞ্চে গানটি গান। এই বয়সেও হেমার কা