এক সময় ইমরান হাসমির সিনেমা মানেই ছিল হিমেশ রেশমিয়ার গান। অনেকটা ওই মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ীর জুটির মতো। হিমেশ ও ইমরানের জুটি মানেই একের পর এক হিট গান, যা আজও দর্শকদের ভীষণ ভীষণ প্রিয়। মাঝে বেশ কয়েকটি বছর বিরতির পর আবার একসঙ্গে দুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।
ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। তবে গত বুধবার নির্মাতাদের তরফ থেকে টিজার মুক্তি পেলে এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা শতগুণ বৃদ্ধি পায়।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
টিজার প্রসঙ্গে
ছবির প্রযোজক দীপক মুকুট ইনস্টাগ্রামে ছবির যে টিজার শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি হাত দুধের বালতি থেকে আস্তে আস্তে বন্দুক বের করে নিয়ে আসছে। নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে ইমরান হাসমির ভয়েস ওভার। ইমরান বলছেন, ‘তুমি যদি আমার সঙ্গে ঝামেলা করো তাতে অসুবিধা নেই কিন্তু যদি তুমি আমার পরিবারকে আঘাত কর তাহলে মনে রেখো আমি যেমন দুধের ব্যবসা করি তেমন বারুদের ব্যবসাও করি।’
টিজারের ক্যাপশনে লেখা, ‘দুধ থেকে বারুদ, সবজি থেকে গুন্ডা, বুলেট থেকে বিট, গানমাস্টার জি ৯ প্রস্তুত বদলা নেওয়ার জন্য। লকড লোডেড এবং রেডি! দীপক মুকুট, হুনার মুকুট এবং সোহম রকস্টার এন্টারটেনমেন্ট ত্রয়ীকে ফিরিয়ে আনতে পেরে আমরা ভীষণ খুশি।’
ক্যাপশনে আরও লেখা, ‘ইমরান হাশমি, আদিত্য দত্ত, হিমেশ রেশমিয়া, জেনেলিয়া দেশমুখ এবং অপশক্তি খুরানা সহ সকলের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করেছে। দেখা হচ্ছে ২০২৬ সালে সিনেমা হলে।’
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
টিজার দেখে ভক্তরা যতটা না উৎসাহিত তার থেকেও বেশি উৎসাহিত হয়েছেন ইমরান এবং হিমেশের জুটিকে ফিরতে দেখে। একজন লিখেছেন, ‘ইমরান এবং হিমেশ, অনবদ্য!’ অন্য একজন লিখেছেন, ‘নস্টালজিক লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘২০০০ সালের সেই আবেগ আবার ফিরে পেতে চলেছি।’
প্রসঙ্গত, ছবির শিরোনাম নেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর ছবি ‘সুরক্ষা’-র একটি ডায়লগ থেকে। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মিঠুনের চরিত্রটি ‘গানমাস্টার জি ৯’ এই কোডনেম ব্যবহার করেছিল।