বর্তমানে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী মুম্বইতে পাড়ি দিয়েছেন। বিনোদন জগতের জনপ্রিয় সব মুখ অদ্রিজা রায় থেকে দেব চন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিক এমনকী সম্প্রতি আয়েন্দ্রী রায়কেও মুম্বইতে কাজ করতে দেখা গিয়েছে। আর এবার মুম্বইতে দেখা মিলল বাংলার আর এক অভিনেত্রী অস্মি ঘোষের।
আরও পড়ুন: 'কম্পাস'-এর নতুন প্রোমোয় চমক দিলেন অর্কপ্রভ! কোন ভূমিকায় দেখা মিলবে নায়কের?
কী ঘটেছে?
বৃহস্পতিবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মুম্বই থেকে। আর তা দেখেই অনেকে আন্দাজ করছেন অস্মিও কি তবে এবার মুম্বইতে পাড়ি দিলেন কাজের সূত্রে?
সেই প্রশ্ন অবশ্য অধরাই থেকে গিয়েছে। কারণ অস্মি যে সব ছবি ভাগ করেছেন তা দেখে কাজের আভাস কিছু মেলেনি। বরং অভিনেত্রীকে মুম্বইয়ের নামি রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে সি-ফুড খেতে দেখা গিয়েছে। কি ছিল না সেই তালিকায়। কাঁকড়া থেকে গলদা চিংড়ি, মাছ, মাঝারি আকারের চিংড়ি সব।
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে করেছে বোন সোনাক্ষী! 'কোনও সম্পর্ক নেই…', জাহির প্রসঙ্গে যা বললেন দাদা কুশ
নায়িকার শেয়ার করা ছবিরগুলোতে কাঁকড়া হাতে হাসি মুখে দেখা মিলেছে তাঁর। তাছাড়াও তিনি যা যা খেয়েছেন সব পদের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এমনকী জীবন্ত কাঁকড়ার ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘সি-ফুড ডায়েটে আছি। আমি দেখছি এবং খাচ্ছি।’ তাঁর ছবি প্রকাশ্যে আসতেই নায়িকাকে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: ‘তোমার স্পর্শের জন্য আকুল হই…’, প্রবীর নয়, কার উদ্দেশ্যে এমন লিখলেন গীতশ্রী?
প্রসঙ্গত অনেক অল্প বয়স থেকেই শিশুশিল্পী হিসবে বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা। 'করুণাময়ী রাণী রাসমণি'র মতো জনপ্রিয় মেগায় নায়িকাকে 'রাণী মা'র মেজ মেয়ে 'কুমারী' -এর ভূমিকায় দেখে ছিলেন দর্শকরা। তাছাড়াও ‘ধুলোকণা’, ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে অভিনেত্রীকে নানা ভূমিকায় নজর কাড়তে দেখা গিয়েছে। এমনকী বড় পর্দাতেও তাঁর অবাধ বিচরণ। প্রযোজনা সংস্থা উইন্ডোজের সঙ্গে ‘ফাটাফাটি’ ছবিতেও কাজ করেছেন নায়িকা। সর্ব শেষ তাঁকে 'রোশনাই' ধারাবাহিকে 'আরণ্যক'-এর বোনের ভূমিকায় দেখেছেন দর্শকরা। সদ্যই শেষ হয়েছে মেগার শ্যুটিং।