ছোটো পর্দার অতি পরিচিত মুখ গীতশ্রী রায়। শোনা গিয়েছে চলতি বছরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। তাঁর আগে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই তাঁকে নানা জায়গায় ঘুরতে যেতে দেখা যায়। আর সেই সব ছবি তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি তিনি বরফের দেশে তাঁর স্কেটিংয়ের ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। আর লিখলেন, ‘তোমার স্পর্শের জন্য আকুল হই…’। কার উদ্দেশ্যে এমন লিখলেন অভিনেত্রী? সে কিন্তু প্রবীর নয়।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে তিনি তাঁর বরফের দেশে স্কেটিংয়ের ছবি ভাগ করে নেন। সেখানে জিন্স, লম্বা জ্যাকেট, গামবুট ও চোখে চশমা পরে, খোলা চুলে স্কেটিংয়ের সরঞ্জাম হাতে দেখা গিয়েছে নায়িকাকে।
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে করেছে বোন সোনাক্ষী! 'কোনও সম্পর্ক নেই…', জাহির প্রসঙ্গে যা বললেন দাদা কুশ
ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘পাহাড়ের প্রতি আমার অনুভূতি।আমি চোখে শুধু তোমার স্বপ্ন দেখি, আমি শুধু তোমার স্পর্শের জন্য আকুল হই। আর প্রিয়, কিছু একটা আমাকে বলে, যথেষ্ট হয়েছে। তুমি বলতে পারো যে আমি বোকা, আমি খুব বেশি কিছু জানি না। কিন্তু আমার মনে হয় তারা ডাকে, আমার মনে হয় তারা ডাকে, হ্যাঁ, আমার মনে হয় তারা এটাকে ভালোবাসা বলে।’ অর্থাৎ পাহাড়ের উদ্দেশ্যেই তিনি এমন লেখেন।
নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। তাঁর বন্ধু ছোটপর্দার জনপ্রিয় মুখ মল্লিকা মজুমদার কমেন্টে লেখেন, 'বরফের উপর আগুন।'
আরও পড়ুন: 'প্রয়োজন না থাকলেও চুমু খেতে হত, এমন পোশাক দিত…', বলিউডের এক নামি পরিচালককে নিয়ে বিস্ফোরক জারিন খান
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রবীরের সঙ্গে মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সেখানে ফুটবলারের সঙ্গে নানা ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তবে এই ট্রিপেও তিনি গিয়েছেন কিনা তা দেখে বোঝা যায়নি। কারণ প্রবীরের সঙ্গে কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। তবে বিয়ের কয়েকমাস যেতে না যেতেই হয় ছন্দপতন। সেই সময় তৎকালীন স্বামীর উপরে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও। তারপর প্রবীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে গীতশ্রীর।
কাজের সূত্রে, জি বাংলার 'রাশি' মেগার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন গীতশ্রী। এই মেগায় তাঁকে নায়িকা হিসেবে দেখেছিলেন দর্শকরা। তারপর একে একে বহু মেগায় নজর কেড়েছেন নায়িকা। বর্তমানে তাঁকে 'শুভ বিবাহ' ধারাবাহিকে হানিফ বাফনার দিদির চরিত্রে দেখা যাচ্ছে।