২০ মার্চ, বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের আবেদনকে মঞ্জুর করেছে। বর্তমানে তাঁরা আর স্বামী স্ত্রী নন। আর তার ঠিক পরেই এদিন ভারতীয় ক্রিকেটারের সদ্য প্রাক্তন হওয়া স্ত্রী একটি ইঙ্গিতবহ মিউজিক ভিডিয়ো পোস্ট করলেন। সেখানে তিনি টক্সিক সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: অরিজিতের সঙ্গে গান গাওয়ার আগে হাউহাউ করে কান্না! কী হল নীতি মোহনের?
কী ঘটেছে?
বৃহস্পতিবার আইনি ভাবে আলাদা হয়ে গেলেন যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। এদিন কোর্টে ইঙ্গিতবহ টিশার্ট পরে আসতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটারকে। তাঁর জামায় লেখা ছিল, 'নিজেই নিজের সুগার ড্যাডি হও।' আর এরপরই এদিন তাঁর সদ্য প্রাক্তন স্ত্রী একটি ইঙ্গিতবহ মিউজিক ভিডিয়ো পোস্ট করলেন। সেখানে গানের কথায় এবং দৃশ্যে উঠে এসেছে টক্সিক সম্পর্কের বিষয়। বলা হয়েছে, 'দেখা জি দেখা ম্যায়নে দিল কা রোনা দেখা, জখমো কো জেহের কে পানি সে ধোনা দেখা/ অর কেয়া দেখু ম্যায় কুছ তো বাকি নেহি/ গ্যায়রো কে বিস্তর পে আপনো কা সোনা দেখা।' অর্থাৎ প্রতারিত হয়ে কান্নাকাটি যেমন দেখেছেন, শরীর মনের ক্ষত দেখেছি, এমনকি প্রিয় মানুষটাকে অন্যের বিছানায় শুতে দেখেছি।
বিচ্ছেদের ঠিক পরপরই এমন লিরিক্সের গান প্রকাশ্যে আনায় অনেকে মনে করছেন এটা ধনশ্রীর জবাব। গানের ছত্রে ছত্রে গার্হস্থ্য হিংসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদির কথা ধরা পড়েছে। এখানে যেমন অভিনয় করেছেন তেমনি নেচেছেন ধনশ্রী। টি সিরিজের লেবেলে মুক্তি পেয়েছে গানটা। গানটি লিখেছেন এবং কম্পোজ করেছেন জানি। গেয়েছেন জ্যোতি নূরা।
ধনশ্রী এবং যুজির বিচ্ছেদের প্রসঙ্গে
অবশেষে ডিভোর্স পেলেন যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। গত দুই বছর ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। এদিন মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাঁদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করে। এই বিষয়ে বলে রাখা ভালো, মাঝে রটে গিয়েছিল যে ডিভোর্সে পর ধনশ্রী নাকি ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন যুজির থেকে। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে অ্যালিমনি হিসেবে ৪ কোটি ৭৫ লাখ টাকা প্রাক্তন স্ত্রীকে দেবেন ভারতীয় ক্রিকেটার। চাহালের আইনজীবী এএনআইকে জানিয়েছেন কোর্ট তাঁদের ডিভোর্স মঞ্জুর করেছেন। দুই তরফে যৌথ আবেদন মেনে নিয়েছে কোর্ট। ফলে এখন থেকে ধনশ্রী এবং যুজেন্দ্র আর স্বামী স্ত্রী নন।
আরও পড়ুন: বোনকে এখনও পুতুল ভাবে কবীর! দুই সন্তানের জন্য নতুন করে কী শিখছেন কোয়েল?
প্রসঙ্গত, ডিভোর্সের মাঝেই চাহালের সঙ্গে নাম জুড়েছে আরজে মহবীশের। তাঁদের খেলার ময়দান থেকে পার্ক নানা জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে প্রেম চর্চা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি তাঁরা কেউই। তার মাঝে ধনশ্রীর এই ভিডিয়ো বিশেষ ইঙ্গিতপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না।