২০১৮ সালের শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর এবং শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুরকে নিয়ে তৈরি হয়েছিল ‘ধড়ক’, যেখানে প্রেমের এক নির্মম পরিণতি দেখে চোখের জল ভাসিয়েছিল দর্শক। এবার আবার জাতপাতের যাঁতাকলে নিরীহ প্রেমকে বলি হতে দেখবেন দর্শকরা। তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘ধড়ক ২’ ট্রেলার দেখে ইতিমধ্যেই মন খারাপ ভক্তদের।
সমাজ যতই এগিয়ে যাক না কেন, এখনও কিছু জিনিস এমনও আছে যা থেকে বেরোতে পারেননি মানুষ। এর মধ্যে অন্যতম হলো জাতপাতের ভেদাভেদ। শুধু বন্ধুত্ব নয়, প্রেমের ক্ষেত্রেও অন্য জাতের ছেলে অথবা মেয়েকে সহজে গ্রহণ করতে পারে না পরিবার, ফলে হয় প্রেমের নির্মম করুণ পরিণতি। তেমনই একটি নিদারুণ কষ্টের কাহিনী আপনি দেখতে পাবেন ‘ধড়ক ২’ ট্রেলারে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলারে দেখানো হয়েছে, বর্তমান প্রজন্মের দুই ছেলে মেয়ে হলেন তৃপ্তি এবং সিদ্ধান্ত। বড়লোক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তৃপ্তি আচমকাই প্রেমে পড়ে যান মধ্যবিত্ত পরিবারের ছেলে সিদ্ধান্তের। কিন্তু তারপরেই দেখানো হয় দলিত শ্রেণীর উপর অত্যাচার, অন্য জাতের মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে নির্মম অত্যাচারের শিকার হওয়া।
ট্রেলারের শেষে দেখা যায়, এক পিতা নিজের মেয়েকে ছোট থেকেই শিক্ষা দেন, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা জায়গা থাকে। এই জায়গা স্থানান্তরিত হলেই সমস্যা শুরু হয়ে যায়। তারপরেই দেখতে পাওয়া যায় সিদ্ধান্তকে বেঁধে রাখা হয়েছে লোহার শিকল দিয়ে। রেললাইনের ট্র্যাকে শুয়ে রয়েছে সে।
সমাজের এই চোখ রাঙানি উপেক্ষা করে আদৌ প্রেমের জয় হবে নাকি প্রথম পর্বের মতোই অচিরেই হারিয়ে যাবে প্রেম? জানতে হলে অপেক্ষা করতে হবে ১ আগস্ট অব্দি। নতুন প্রজন্মের এই দুই তারকা এই প্রথম জুটি বাঁধছেন বড় পর্দায়, ফলে ছবিটি যে একেবারে অন্যরকম হতে চলেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
প্রসঙ্গত, ধর্মা প্রোডাকশন থেকে চিরকাল তারকা সন্তানদের লঞ্চ করা হলেও এই প্রথম সেই রীতি ভঙ্গ করে ছবিতে নেওয়া হল বহিরাগত দুই তারকাকে। করণ জোহরের তৃপ্তি ও সিদ্ধান্তকে ছবিতে নেওয়ার এই সিদ্ধান্ত আদৌ ঠিক হলো না ভুল সেটা আগামী মাসেই বোঝা যাবে।