'ধূমকেতু' ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে ‘দেশু’ জুটি। অ্যাডভান্স বুকিং থেকেই সারা ফেলে দিয়েছিল এই ছবি। ১০ বছরের অপেক্ষা যে এই সাফল্য এনে দিয়েছে তা বলাই বাহুল্য, আর তার নেপথ্যে অবশ্যই রয়েছে দেব-শুভশ্রীর ক্যারিশ্মা। আর এবার বড় পর্দায় ‘ধূমকেতু’ দেখে আবেগে ভাসলেন দেব নিজে। ভক্তদের মতো তাঁরও চোখও জল ভরে এল।
আরও পড়ুন: শুরুর আগেই সব শেষ! ইনফ্লুয়েন্সার সোহিনীর বিপর্যয়ে শোকস্তব্ধ বন্ধু শ্রুতি
নিশ্চয়ই ভাবছেন কী ঘটেছে? তাহলে একটু খোলসা করে বলা যাক। এর আগে দেশু ভক্তদের অনেককেই হলে বসে এই ছবি দেখে কাঁদতে দেখা গিয়েছে। শনিবার ছিল 'ধূমকেতু'র স্পেশাল স্ক্রিনিং। সেখানে অভিনেত্রী প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে হাজির হয়েছিলেন দেব। সেখানেই নিজের ছবি দেখে আবেগে ভাসেন দেব। টলিউড অনলাইনের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিয়োয় দেখা যায়, ছবির শেষ পর্যায়, পর্দায় নিজের সঙ্গে শুভশ্রীর নানা মুহূর্তের কোলাজ দেখে তাঁর চোখের কোণ ভিজে ওঠে। দেবের সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
প্রসঙ্গত, 'ধূমকেতু' মুক্তির ঘোষণা হতেই সবার প্রথমে সকলের মাথায় যে ভাবনাটা এসেছিল তা হল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় কি এই ছবির জন্য একসঙ্গে প্রচার করবেন? কারণ তাঁদের জুটি যে শুধু পর্দায় দর্শকদের মাতিয়ে রাখত তা নয়, বাস্তবেও তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে তাঁদের বিচ্ছদে হয়। যদিও 'ধূমকেতু' তাঁদের বিচ্ছেদের পরের ছবি। তবে তারপর আর কখনও কোনও ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়। এই ১০ বছরে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তাঁদের সেভাবে দেখা যায়নি, কেবল একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া।