যশ দাশগুপ্ত সঙ্গে নুসরত জাহানের সম্পর্ক হোক বা বিয়ে সবটাই নানা সময় উঠে এসেছে চর্চায়। এই সব নিয়ে নানা বিতর্কও দানা বেঁধেছে। ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা সাধারণত খুব একটা কথা বলেন না। কিন্তু এর আগেও যে তাঁরা দু'জনই অন্য সম্পর্কে জড়িত ছিলেন তা কারুর অজানা নয়। নিখিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরত। যদিও তা নিয়েও একসময় বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে, নুসরতের সঙ্গে সম্পর্কের আগে যশও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাঁর আগের পক্ষের একটি ছেলেও রয়েছে। তাঁর নাম রেয়াংশ। সেই ছেলের সঙ্গে যশ-নুসরতের ছেলে ইশানের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? এবার তা নিয়েই মুখ খুললেন নুসরত।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত বলেন, ‘যখন আমি যশের সঙ্গে সম্পর্কে এসেছিল তখন থেকেই জানতাম ও এক সন্তানের বাবা। এটা তো আমার কাছে নতুন কোনও খবর নয়। পরিস্থিতিটাকে ব্যালেন্স করতে, বুঝতে, চিনতে সময় লাগে। সেই সময়টা আমরা নিয়েছি। আর রেয়াংশ খুবই ভালো ছেলে, মিষ্টি ছেলে। আমার ছেলে আর যশের বড় ছেলে একে অপরের ভাই। আজ আর যাই হয়ে যাক ওঁরা দু’জনে ভাই। একসঙ্গে থাকা, ঘুমানো সব করে। অনেক সময় মা-বাবারা বলে যান যে ছোট ভাইকে একটু দেখবি। আমরাও সেটা করে থাকি। বলি যে, তুই ভাইকে একটু দেখ, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয় আর কী। আর ও ওর ভাইকে দেখে শুনে রাখেও। ও খুব ভালো ছেলে, সবটা ও বোঝে।'
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
প্রসঙ্গত, যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। পেশায় শ্বেতা সংবাদকর্মী। ভালোবেসে একে-অপরকে বিয়ে করেছিলেন শ্বেতা ও যশ। ডিভোর্সের পর থেকে মুম্বইতেই থাকেন শ্বেতা। এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে তিনি বলেছিলেন, ‘আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে। ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ তাহলে কেন ছেলে তাঁর কাছে থাকে না? শ্বেতার জবাব ছিল, ‘সব মিটিয়ে দিয়েছি। আমার অতীত নিয়ে অনেক দিন থেকেই ভাবনা-চিন্তা বন্ধ করে দিয়েছি। অনেক হয়েছে!’