আপাতত কলকাতা আর মুম্বই, দুই জায়গাতেই জমিয়ে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। শুরুটা বাংলা দিয়ে হলেও, বর্তমানে মুম্বইতেও ছাপ ফেলেছেন তিনি। তবে কেবল তাঁর কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনও বারবার চর্চায় উঠে এসেছে। তবে সব কিছুকে পিছনে ফেলে বরাবর নিজের লক্ষ্যে স্থির থেকেছেন নায়িকা। তাই এবার অভিনয়ের পাশাপাশি নতুন শুরু করলেন অভিনেত্রী। লঞ্চ করলেন তাঁর শাড়ির ব্র্যান্ড।
বুধবার নিজের ব্র্যান্ডের ছবি প্রকাশ্যে আনেন নায়িকা। ছবিতে মেরুন রঙের পটভূমির উপর শাড়ি পরা এক মহিলার অবয়ব আঁকা ছিল। তার পাশে লেখা ছিল 'ইদিরা বাই দেবচন্দ্রিমা।' নিজের মায়ের নামেই ব্র্যান্ডের নাম রাখেন নায়িকা।
আরও পড়ুন: 'স্বর্গীয় অনুভূতি…', পুরীতে বিনীদিনী লুকে শ্যুটিংয়ের মাঝেই মহাপ্রভু বেশ প্রসঙ্গে আবেগপ্রবণ শুভশ্রী
ছবিটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন,'অনেক দিন ধরে, এই নামটা আমার ভেতরে নীরবে বাস করত। শৈশব, মনভাঙা সহ একের পর এক মাইলফলক পেরিয়ে আমি এই ফিসফিসানি বয়ে বেড়াতাম। এমন একটা নাম যা মনে হত যেন বাড়ির মতো, ঐতিহ্যের মতো, শক্তিতে বোনা কোমলতার মতো। ইন্দিরা কেবল একটি ব্র্যান্ড নয়, এটা আমার আত্মার একটা টুকরো। এটা আমার কাছে আগের নারীদের শক্তি, পরে নারীদের সৌন্দর্য। আমি বিশ্বাস করি যে, একটা শাড়ি মার্জিত হবে, তাঁর সঙ্গে শিকড় জুড়ে থাকবে, সময়কে অতিক্রম করে যাবে। প্রতিটা সুতো, প্রতিটা টেক্সচার, প্রতিটা ছায়া যত্ন সহকারে বেছে নেওয়া হয়েছে। কেবল পোশাক নয়, বরং এটা অনুভূতি আনবে। এটা তৈরি করার জন্য বহু বছর ধরে কাজ করছি। এখন অবশেষে এটা আপনাদের সঙ্গে দেখা করতে প্রায় প্রস্তুত।' তারপর নায়িকা তাঁর ব্র্যান্ডের নাম লিখে লেখেন, 'শিকড়, গল্প এবং কোমলতা থেকে জন্ম নেওয়া একটা শাড়ি। শীঘ্রই আসছে।'
আরও পড়ুন: 'আমি ভাঙব না…', সায়কের দাদার সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতার
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নায়িকাকে ভালোবাসায় ভরে দেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রী মনামী ঘোষ তাঁকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘শুভকামনা ডার্লিং’। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দেবচন্দ্রিমার প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের তৃতীয় প্রাক্তন কিরণ মজুমদারের সঙ্গে নাকি সম্পর্ক নষ্ট হয়েছে দেবচন্দ্রিমার। কিন্তু তা নস্যাৎ করে এই পোস্টে তাঁকেও কমেন্ট করতে দেখা যায়। তিনি লেখেন, ‘কাকিমার নাম। খুব ভালো হবে। দুগ্গা দুগ্গা।’ ছোট পর্দার আর এক পরিচিত মুখ গীতশ্রী। তিনিও নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা প্রিয়।’