সদ্যই ঘোষণা করা হল ধূমকেতু ছবিটির মুক্তির দিন। আবার ২৩ মে-ই মুক্তি পেয়েছে উক্ত ছবির প্রযোজক রানা সরকার প্রযোজিত আরেক ছবি অঙ্ক কি কঠিন। খুদেদের নিয়ে তৈরি সেই ছবির খুদে তারকারা এদিন দেখা করলেন দেবের সঙ্গে। হল জমিয়ে আড্ডাও।
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
আরও পড়ুন: জল্পনার অবসান, অগস্টেই আসছে ধূমকেতু! কবে শুভ মুক্তি দেব শুভশ্রীর ছবির?
কী ঘটেছে?
এদিন অঙ্ক কি কঠিনের টিম অর্থাৎ ছবির ৩ খুদে অভিনেতা, ছবির পরিচালক সৌরভ পালোধী এবং প্রযোজক রানা সরকারের সঙ্গে দেবের সঙ্গে দেখা করতে যান। দেবকে তারা কার্ড দিয়ে আমন্ত্রণ জানান তাদের ছবি দেখতে যাওয়ার জন্য। শুধুই কি তাই? এই ছবির প্রচারের জন্য ছবির নাম লেখা টিশার্ট, ক্যাডবেরি, ফুলের তোড়া ইত্যাদিও উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন দেবের জন্য।
ছোটদের হাতে ক্যাডবেরি উপহার হিসেবে দেখেই দেব বলে ওঠেন, 'আরে আমার চকলেট দেওয়ার কথা তোমাদের। না না তোমরা চকলেট খাও।' কিন্তু ছোটরা জোর করলে তিনি বলেন যে 'তাহলে আমরা সবাই মিলে খাব, চলো।' এরপর সেই খুদেরা যখন দেবকে তাদের ছবি দেখতে যাওয়ার কথা বলে তিনি জানান যে আগামী সপ্তাহে তিনি যাবেন এই ছবি দেখতে। এরপর তাঁদের সবাইকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়।
ধূমকেতু আর অঙ্ক কি কঠিন মুখোমুখি হয়ে ধূমকেতুর প্রসঙ্গ উঠবে না তাই কখনও হয়! দেবকে যখন তাঁর সেই ছবির কথা জিজ্ঞেস করা হয় তখনই তিনি আভাস দেন যে আজই এই ছবির বিষয়ে বড় আপডেট আসছে। তারপরই প্রকাশ্যে আসে ধূমকেতু ছবিটির মুক্তির দিন।
অঙ্ক কি কঠিন প্রসঙ্গে
এই ছবিতে দেখা যাবে ৩ বন্ধু- বাবিন, ডলি ও টায়ারের কথা। এই তিন খুদের চরিত্রে অভিনয় করেছে ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়। ছবিটির পরিচালনা করেছেন সৌরভ পালোধী।
আরও পড়ুন: ‘উড়ান’ শেষ হতে না হতেই নতুন রূপে ফিরলেন প্রতীক! ‘দাদামণি’র আগমনে কপাল পুড়ল কার?
ধূমকেতু প্রসঙ্গে
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন।
ধূমকেতুর মুক্তির দিন
কয়েক মাসে আগে ধূমকেতু ছবিটির প্রযোজক রানা সরকার ইঙ্গিত দিয়েছিলেন এই ছবির মুক্তির। তখন জানা গিয়েছিল ১৬ মে মুক্তি পেতে পারে এটি। কিন্তু সেটা হয় না। ফের পিছিয়ে যায় ধূমকেতু ছবিটির মুক্তির দিন। অঙ্ক কি কঠিন ছবিটির প্রিমিয়ারের দিন রানা সরকার ফের আভাস দেন যে হয়তো শীঘ্রই মুক্তি পেতে পারে ধূমকেতু। তখন থেকেই শোনা যায় যে হয়তো অগস্ট মাসে আসবে এই ছবিটি। তারপরই এদিন প্রকাশ্যে আসে ধূমকেতু ছবিটির নতুন পোস্টার সঙ্গে মুক্তির দিন। স্বাধীনতা দিবসের ঠিক মুখেই ১৪ অগস্ট মুক্তি পাবে ছবিটি। দেবের প্রযোজনা সংস্থার তরফে এদিন এই ছবির ঘোষণা করে লেখা হয় 'খাদান ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সে আবার ফিরে এসেছে একটা নতুন পাওয়ারফুল নতুন সফরের জন্য। ধূমকেতুর শক্তি হিসেবে আসছে। আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায়।'