সমস্ত জল্পনার অবসান। যেটা রটেছিল সেটাকেই সত্যি করে অগস্ট মাসেই মুক্তি পাচ্ছে ধূমকেতু। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে প্রায় ৯ বছর পর বড় পর্দায় আসছে এই ছবি। কবে শুভ মুক্তি ঘটবে দেব, শুভশ্রী জুটির ছবি?
আরও পড়ুন: বিভীষিকা নয়, এ যেন ম্যাজিক! ৭ দিনেই ৩ কোটির দোরগোড়ায় একেন বাবু, কী অবস্থা আমার বসের?
কবে মুক্তি পাচ্ছে ধূমকেতু?
কয়েক মাসে আগে ধূমকেতু ছবিটির প্রযোজক রানা সরকার ইঙ্গিত দিয়েছিলেন এই ছবির মুক্তির। তখন জানা গিয়েছিল ১৬ মে মুক্তি পেতে পারে এটি। কিন্তু সেটা হয় না। ফের পিছিয়ে যায় ধূমকেতু ছবিটির মুক্তির দিন। অঙ্ক কি কঠিন ছবিটির প্রিমিয়ারের দিন রানা সরকার ফের আভাস দেন যে হয়তো শীঘ্রই মুক্তি পেতে পারে ধূমকেতু। তখন থেকেই শোনা যায় যে হয়তো অগস্ট মাসে আসবে এই ছবিটি।
তারপরই এদিন প্রকাশ্যে আসে ধূমকেতু ছবিটির নতুন পোস্টার সঙ্গে মুক্তির দিন। সেখানে দেখা যাচ্ছে একটি ফায়ারপ্লেসের পাশে বসে আছেন বৃদ্ধ দেব। তার মাথা জুড়ে সাদা চুল। পরনে সবুজ শার্ট এবং প্যান্ট। স্বাধীনতা দিবসের ঠিক মুখেই ১৪ অগস্ট মুক্তি পাবে ছবিটি।
দেবের প্রযোজনা সংস্থার তরফে এদিন এই ছবির ঘোষণা করে লেখা হয় 'খাদান ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সে আবার ফিরে এসেছে একটা নতুন পাওয়ারফুল নতুন সফরের জন্য। ধূমকেতুর শক্তি হিসেবে আসছে। আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায়।'
ধূমকেতু প্রসঙ্গে
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন।
আরও পড়ুন: 'মনে হল অন্য ঘরে...' জোড়া ভৌতিক ঘটনার সাক্ষী বং গাই! কী কী ঘটেছিল কিরণের সঙ্গে?
ধূমকেতুর বিষয়ে আভাস রানার
অঙ্ক কি কঠিন ছবির প্রিমিয়ারের দিন রানা সরকার ধূমকেতু ছবিটির মুক্তির বিষয়ে আভাস দিয়ে লেখেন, 'ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ ? ধূমকেতু রিলিজের আগে অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে কাল। ধূমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে অঙ্ক কি কঠিন সিনেমাটা দেখেন। শেষ ভালো যার, সব ভালো তার।' সেই পোস্টের দিন ঘোরার আগেই প্রকাশ্যে এল ছবির মুক্তির নতুন তারিখ।