ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরার জুটি সেই অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দর্শকরা ভীষণই পছন্দ করে। তাঁরা গত কয়েক বছরে জুটি বেঁধে একাধিক হিট উপহার দিয়েছেন মির্জা থেকে শুরু করে লাভ ম্যারেজ ইত্যাদি। এদিন মুক্তি পেল তাঁদের নতুন ছবি চন্দ্রবিন্দু। তার আগে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রেমিকের বিষয়ে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: জল্পনার অবসান, অগস্টেই আসছে ধূমকেতু! কবে শুভ মুক্তি দেব শুভশ্রীর ছবির?
অঙ্কুশকে নিয়ে কী জানালেন ঐন্দ্রিলা?
এদিন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন ইন্ডাস্ট্রি এবং অঙ্কুশ হাজরার বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে ওর পরে আর কিন্তু কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই। কারণ এক এক সময় একটু ফ্রেশ কারও সঙ্গে দেখতে ভালো লাগে। বা ওর বয়সী যারা তাদের সঙ্গে দেখতে ভালো লাগে। আমার বয়স অনুযায়ী বিক্রমের সঙ্গে আমায় মানায়। অঙ্কুশের সঙ্গে মানায়। কিন্তু যখনই আবির দার সঙ্গে আমাকে কেউ ভাবে না গল্পটা তখনই একটু অন্যরকম হয়ে যায়। যে এর বয়স একটু বেশি, এর একটু কম। আমার কাছে কিন্তু এরম গল্প এসেছে, একটু আলাদা প্রেমের গল্প।'
এরপরই ঐন্দ্রিলা জানান, 'এটা আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যে ওর পরে আরও অনেক হিরোরা আসতো বা এসেছে হয়তো কিন্তু ওই ভাবে প্রতিষ্ঠিত হয়নি কেউই। যদি হতো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কাজ করতাম। তো ওই জায়গাটা অনেকটা ব্লকেজ হয়ে গিয়েছে বলে মনে হয়।'
অঙ্কুশ এদিন কথা প্রসঙ্গে জানান তিনি প্রযোজক হিসেবে ঐন্দ্রিলার বিপরীতে কোন অভিনেতাকে কাস্ট করবেন। টলিউডের মির্জার মতে, 'থিয়েটারের অনেক অভিনেতারা আছেন তাঁদের সঙ্গে কাজ করতে চাই। অনির্বাণ আমার খুব পছন্দের অভিনেতা। আমি ওঁর অভিনয়ের খুব ভক্ত। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই। সোহম মজুমদার আমার খুব প্রিয় অভিনেতা। আমি চাই ওদের সঙ্গে কাজ করতে। থিয়েটার থেকে আসা অভিনেতারা বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের পিলার হতে চলেছে।'
আরও পড়ুন: বিভীষিকা নয়, এ যেন ম্যাজিক! ৭ দিনেই ৩ কোটির দোরগোড়ায় একেন বাবু, কী অবস্থা আমার বসের?
চন্দ্রবিন্দু প্রসঙ্গে
চন্দ্রবিন্দু ছবিটির পরিচালনা করেছেন রাজা চন্দ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনকে। তাঁদের সঙ্গে থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, তুলিকা বসু, সাহেব ভট্টাচার্য, প্রমুখ। ২৩ মে মুক্তি পেল এই ছবিটি।
ঐন্দ্রিলা সেনকে আগামীতে নারী চরিত্র বেজায় জটিল ছবিতেও দেখা যাবে। সেখানেও থাকবেন অঙ্কুশ হাজরা।