Kartik Aaryan Video: জিমে গিয়ে চরম ওয়ার্কআউট করছেন কার্তিক। সেই ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ‘চন্দু চ্যাম্পিয়ন’ অভিনেতার ফিটনেস দেখে রীতিমতো অবাক নেটপাড়া।
দিন কয়েক আগে চন্দু চ্যাম্পিয়ন-এর শ্যুটিং শেষ করেছেন কার্তিক
‘ভুল ভুলাইয়া ২’ ছবির পরই কবীর খান পরিচালিত ছবির কাজে হাত দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ছবির নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। ছবির প্রযোজনায় সাজিদ নাদিয়াওয়ালা। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। কিছুদিন আগেই ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা। ছবির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে ক্যামেরার পিছনে। যদিও শ্যুটিং শেষ হলেও নিয়মিত জিমটা করাটা ধরে রেখেছেন অভিনেতা। তাঁক ফিট ফিজিক্স যে কারও অনুপ্রেরণা হতে পারে।
সোমবার জিমে গিয়ে চরম ওয়ার্কআউট করছেন কার্তিক। সেই ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ‘চন্দু চ্যাম্পিয়ন’ অভিনেতার ফিটনেস দেখে রীতিমতো অবাক নেটপাড়া। অনেকেই অভিনেতার ফিটনেস দেখে প্রশংসা করছেন। বিগত বছরকয়েক ধরে আলাদাই ফ্যানবেস তৈরি করেছেন এই অভিনেতার। আসলে ছবির স্বার্থে কড়া ডায়েট এবং ফিটনসের জন্য আলাদা রুটিন ফলো করতে হয়েছে অভিনেতাকে। আরও পড়ুন: মুম্বই গিয়ে ‘লোচা’ শুনে হতবাক হন বাঙালি মৌসুমী! ‘হিন্দি’ নিয়ে করলেন আলটপকা মন্তব্য
উল্লেখ্য, চান্দু চ্যাম্পিয়ন শ্যুটিংয়ের শেষ দিনে সেট একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন কার্তিক। যেখানে দেখা গিয়েছিল, ছবির কাজ শেষ হয়েছে মিষ্টিমুখ দিয়ে। কবীর নিজের হাতে করে রসমালাই খাইয়েছেন কার্তিককে। এই সিনেমায় অভিনেতাকে একজন ক্রীড়াবিদ হিসেবে দেখা যাবে। ফলত বিশেষ করে নিজের শরীরের খেয়াল রাখতে হয়েছে তাঁকে। ছিলেন কড়া ডায়েটে একটানা।