সেদিন বিগ বি বাবাকে দেখে প্রশ্ন করেছিলেন, ‘আপনি মিঠুন না! মৃগয়া ছবিতে…? আপনিই সেই অভিনেতা তো? বাবা বলেছিলেন, হ্যাঁ, বচ্চন সাব। অমিতাভ বচ্চন অবাক হয়ে আবারও প্রশ্ন করেছিলেন আপনি কুশলীদের সঙ্গে! আপনার গাড়িতে কোনও সমস্যা হয়েছে নাকি? বাবা উত্তর দিয়েছিলেন, তাঁর কোনও গাড়ি নেই। শুনে উনি অবাক হয়েছিলেন।'
মিঠুন চক্রবর্তী-অমিতাভ বচ্চন
সালটা ছিল ১৯৭৬, সেবছরই পরিচালক মৃণাল সেনের 'মৃগয়া' ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন মিঠুন। পরবর্তী সময়ে মুম্বইতে গিয়ে তারকা হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। ১৯৭৯ সালে রাজশ্রী প্রোডাকশনের 'তারনা' ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয়েছিল তাঁর। তারপর ১৯৮২ সালে 'ডিস্কো ড্যান্সার' ছবিতে অভিনয়ের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। তবে বলিউডে পা রাখার পর, প্রথমদিকে নাকি টেম্পো-তে চড়েও যাতায়াত করতে হয়েছিল মিঠুনকে। তাঁর তখন কোনও গাড়ি ছিল না। যা দেখে অবাক হয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন।
সম্প্রতি বাবা মিঠুন চক্রবর্তীকে নিয়ে অজানা কথা ফাঁস করেছেন ছোট ছেলে নমশি চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নমশি চক্রবর্তীর কথায়, ‘মৃগয়া-এর সাফল্যের পরে, বাবা রাজশ্রী প্রোডাকশনের তারানাতে স্বাক্ষর করেছিলেন। ওই ছবিতে তিনি রঞ্জিতা কৌরেরসঙ্গে অভিনয় করেন। রঞ্জিতা কৌর ছিলেন সেই সময়ে একজন তারকা, তাঁকে প্রযোজনা সংস্থার তরফে একটি গাড়ি এবং ভ্যানিটি ভ্যান দেওয়া হয়েছিল। তবে বাবাকে দেওয়া হয়নি, ওঁর সঙ্গে একজন নবাগতর মতোই আচরণ করা হয়।’