শার্ক ট্যাঙ্ক মাতিয়েছিলেন অশনীর গ্রোভার ‘দোগলাপন’ ডায়লগ দিয়ে। তবে সিজন ২-তে আর তাঁর জায়গা হয়নি। এবার তিনি আসছেন এমটিভি রোডিজে।
এমটিভি রোডিজে অশনীর গ্রোভার।
ভারত পে-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন এমডি অশনীর গ্রোভার এবার এমটিভি রোডিজ ১৯-এ। শনিবার চ্যানেলের তরফে অডিশন থেকে একটি নতুন প্রোমো ভিডিয়ো শেয়ার করা হয় অনলাইনে। যেখানে নতুন গ্যাং লিডার আর হোস্ট সোনু সুদের দেখা মেলে। আর সেই ভিডিয়োতে দেখতে পাওয়া গেল অশনীরকেও।
ভিডিয়োটি ভারতের বিভিন্ন শহর জুড়ে অডিশন থেকে নির্বাচিত ব্যক্তিদের পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডের একটি ঝলক নিয়ে তৈরি। এতে গ্যাং লিডার রিয়া চক্রবর্তী, প্রিন্স নারুলা এবং গৌতম গুলাটির মধ্যে ঝগড়া দেখানো হয়েছে। আর ‘কনটেসটেন্ট অকশন’ রাউন্ডে দেখা গিয়েছে অশনীরকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন প্রতিযোগী ইন্টারভিউ রাউন্ডের জন্য উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে একজন আবার শিব ঠাকরের মুখোশ পরা। গ্যাং লিডাররা প্রতিযোগীদের ক্রয় করার জন্য নিজেদের মধ্যেই বিড করতে থাকে। একটি দৃশ্যে অশনীরকে বলতে শোনা যায়, ‘ভিক্ষাই তো চাইছিস। বলছিল ভাই নিয়ে নাও আমাকে।’ সঞ্চালক হিসেবে পাওয়া গেল সোনুকে।
কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘@ashneer.grover কোন লাইনে এসে গিয়েছেন আপনি! দেখে খারাপ লাগছে।’ অপরজন লিখলেন, ‘এটাই দেখার বাকি ছিল এবারে’। তৃতীয়জন লিখলেন, ‘শার্ক ট্যাঙ্ক থেকে বের দিতেই এসে গিয়েছে রোডিজে।’