ভিডিয়োর শুরুতেই দেখা গেল গানগাইতে গাইতে হঠাৎ করেই কনসার্ট থামান অরিজিৎ। এরপর বেশ বিরক্তির সুরে বলেন, ‘প্রথমে আমার একটা কথা শুনুন… অনেকেই আমার গান শোনেন না কিন্তু মস্তি করতে, হাসি-ঠাট্টা করতে এখানে এসেছেন। যারা সত্যি আমার গান শোনেন তাঁদের উদ্দেশে একটা কথা বলতে চাই। এই কাজটা আমার একদম পছন্দ নয় (ইশারা হাতে ধরে থাকা লাল রুমাল ও পেনেন দিকে)। আমার ছবি তোলাও পছন্দ নয়, আমার অটোগ্রাফ দেওয়াও না-পসন্দ।’