২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৫ ডিসেম্বর থেকে। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের চলচ্চিত্র উৎসবে কী থাকছে, কী থাকছে না, তা নিয়ে চলছিল বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা। অবশেষে তাতে হল খানিকটা আলোকপাত। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করেছিলেন কতৃপক্ষ।
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, চিরঞ্জিৎ, গৌতম ঘোষ, জুন মালিয়া, হরনাথ চক্রবর্তীরা।
জানা গেল, এবারের থিম সং গেয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গানটি গেয়েছেন তিনি। এই প্রথম সিনেমা উৎসবের জন্য থিম সং গাইলেন অরিজিৎ।
৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। কে কে থাকবেন সেদিন, তাও খোলসা করা হয়েছে। জানা গিয়েছে সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভাটের আসার কথা রয়েছে। আগেই খবর ছিল যদিও, এবারে থাকছেন না অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, শাহরুখ খানরা।
আরও পড়ুন: স্যাম বাহাদুরের স্ক্রিনিংয়ে রেখা, এবারে টুপ করে কাকে প্রণাম করলেন?
এছাড়াও আয়োজিত মাস্টার ক্লাসে অংশ নেবেন বলিউডের পোড় খাওয়া অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। এখানেই শেষ নয়, ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।
আরও পড়ুন: মাথা থেকে পা সোনায় মোড়া বউ লিনের, বিয়ের ছবিতে মণিপুরের সাবেকি সাজে রণদীপ হুডা, দেখুন বিয়ের ছবি
এবারে ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি দেশ-বিদেশের ছবি প্রদর্শিত হবে। নতুন যে চমক থাকছে তা হল পুুরস্কার বিতরণের সংযোজন হয়েছে একটি নতুন ক্যাটাগরি। চলতি বছর থেকেই ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারমূল্য সাড়ে সাত লক্ষ টাকা। সঙ্গে থাকবে গোল্ডেন রয়্যাল ট্রফিও।
চলতি বছরে কিফে-র ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশ্যাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। সব মিলিয়ে ডিসেম্বর মাসটা বেশ জমজমাট হতে চলেছে সিনেমা প্রিয় বাঙালির।