বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: কনসার্টের মাঝে মায়ের ছবি পেয়ে আবেগঘন হয়ে পড়লেন অরিজিৎ, ভক্তকে উপহারে কী দিলেন?
পরবর্তী খবর
Arijit Singh: কনসার্টের মাঝে মায়ের ছবি পেয়ে আবেগঘন হয়ে পড়লেন অরিজিৎ, ভক্তকে উপহারে কী দিলেন?
1 মিনিটে পড়ুন Updated: 26 Nov 2023, 02:43 PM ISTSubhasmita Kanji
Arijit Singh: নেপালে কনসার্টে গিয়ে অভিনব অভিজ্ঞতা হল অরিজিৎ সিংয়ের। কনসার্টের মাঝে উপহার পেলেন মায়ের ছবি। তারপর কী করলেন তিনি?
কনসার্টের মাঝে মায়ের ছবি পেয়ে আবেগঘন হয়ে পড়লেন অরিজিৎ
কনসার্টে গিয়ে কত কিছুরই না সাক্ষী থাকেন গায়করা। এবারও তার অন্যথা হল না। ভরপুর বিনোদন, মজার মাঝেও এক ফালি আবেগঘন মুহূর্ত যেন বর্ষার মেঘের মতো ঢুকে পড়েছিল অরিজিৎ সিংয়ের নেপাল কনসার্টে। এদিন এক ভক্ত তাঁকে তাঁর মায়ের ছবি উপহার দেয়। সেটা দেখে মুগ্ধ হয়ে যান গায়ক। থমকে যান খানিকক্ষণের জন্য। তারপর কী করেন?
অরিজিৎ সিংয়ের কনসার্টে তাঁর মায়ের ছবি
অরিজিৎ সিংয়ের নেপাল কনসার্টে তাঁকে এক ভক্ত তাঁর মায়ের একটি ছবি বাঁধিয়ে উপহার দিলেন। সেই উপহার হাতে পেয়ে স্তম্ভিত হয়ে যান অরিজিৎ। অপলক চোখে তাকিয়ে থাকেন সেটার দিকে। তারপর জিজ্ঞেস করেন সেটা কি অটোগ্রাফ করে ফেরত দেবেন নাকি তাঁরই এটা। যখন জানতে পারেন এটা তাঁরই তখন আবেগঘন হয়ে সেই ছবিটি তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরেন।