কনসার্টে গিয়ে কত কিছুরই না সাক্ষী থাকেন গায়করা। এবারও তার অন্যথা হল না। ভরপুর বিনোদন, মজার মাঝেও এক ফালি আবেগঘন মুহূর্ত যেন বর্ষার মেঘের মতো ঢুকে পড়েছিল অরিজিৎ সিংয়ের নেপাল কনসার্টে। এদিন এক ভক্ত তাঁকে তাঁর মায়ের ছবি উপহার দেয়। সেটা দেখে মুগ্ধ হয়ে যান গায়ক। থমকে যান খানিকক্ষণের জন্য। তারপর কী করেন?
অরিজিৎ সিংয়ের কনসার্টে তাঁর মায়ের ছবি
অরিজিৎ সিংয়ের নেপাল কনসার্টে তাঁকে এক ভক্ত তাঁর মায়ের একটি ছবি বাঁধিয়ে উপহার দিলেন। সেই উপহার হাতে পেয়ে স্তম্ভিত হয়ে যান অরিজিৎ। অপলক চোখে তাকিয়ে থাকেন সেটার দিকে। তারপর জিজ্ঞেস করেন সেটা কি অটোগ্রাফ করে ফেরত দেবেন নাকি তাঁরই এটা। যখন জানতে পারেন এটা তাঁরই তখন আবেগঘন হয়ে সেই ছবিটি তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
আরও পড়ুন: মঞ্চে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, নেপাল কনসার্টের আগেই কী হল অরিজিতের?