
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অরিজিৎ সিং মানেই একগুচ্ছ মন ভালো করা গান। আর তাঁর গানের সুরে মুগ্ধ সকলেই। দেশে, বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। আর তাঁদের টানেই তো কখনও দুবাই, কখনও আবু ধাবি তো কখনও আবার চণ্ডীগড়, কলকাতায় শো করে বেড়াচ্ছেন। ‘তুম হি হো’ গায়কের এখন টানা শো চলছে। এদিন তাঁর শো আছে নেপালে। সেই শোয়ের জন্য ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন।
নেপালের কনসার্টের জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। সঙ্গে আছেন তাঁর স্ত্রী কোয়েল। সকাল সকাল কাঠমান্ডু বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁদের। এরপরই তিনি সেখান থেকে সোজা চলে যান সাউন্ড চেকের জন্য।
আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
আরও পড়ুন: মুক্তির আগেই কনসার্টে দ্য আর্চিজ ছবির গান! অরিজিৎ বললেন, 'এই প্রথমবার....'
অরিজিৎ সিংকে এদিন ছাই রঙের ট্র্যাক প্যান্ট এবং সবুজ হুডি পরে সাউন্ড চেক করতে দেখা যায়। তাঁর সঙ্গে মঞ্চে আয়োজকরাও ছিলেন। রাতে শোয়ের আগে তিনি ভালো করে মঞ্চ ঘুরে, সাউন্ড চেক করে নিচ্ছিলেন। আর তখনই তাঁকে রীতিমত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে। কাঁধে গিটার নেওয়া। সেই অবস্থায় যখন মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাচ্ছিলেন তখন গায়ককে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছে। অনেকটাই খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি।
কিছুদিন আগেই পরপর অরিজিৎ সিংয়ের দুটো গান মুক্তি পেয়েছে যা দর্শকদের থেকে বিপুল সাড়া পেয়েছে। ‘দ্য আর্চিজ’ ছবির ‘ইন রাহো মে’ গানটি একটি ডান্স নম্বর যা তাঁর গলায় শোনা গিয়েছে। গানটি যদিও মুক্তি পাওয়ার আগেই আবু ধাবি কনসার্টে গেয়ে শোনান তিনি। এরপর প্রকাশ্যে এসেছে ‘ডঙ্কি’ ছবির নতুন গান। শাহরুখ খান এবং তাপসী পান্নুর রোম্যান্সে ভরপুর ‘লুট পুট গয়া’ দারুণ হিট করে গিয়েছে ইতিমধ্যেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports