ছোট পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’তে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় অভিনয় করেছেন। ছবির শ্যুটিংয়ের কাজও কিছুদিন আগেই শেষ করেছেন নায়িকা। আর এবার ডাবিংয়ের কাজ করে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: বাবার গুরুত্বর অপারেশন, তার মধ্যেও কাউকে জানতে না দিয়ে শ্যুটিং করলেন জনি! তারপর…
কী লিখলেন নায়িকা?
আরাত্রিকা মাইতি বুধবার এই ছবির জন্য ডাবিং করার পর, নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজ আমার প্রথম সিনেমা,আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ডাবিং ছিল । সত্যি বলতে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না ,আমি এখনও অঝোরে কেঁদে যাচ্ছি , ঝাড়গ্রামের সেই মেয়েটা যখন বুক ভরা স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল নিজেকে যে বড় পর্দায় দেখবে সেটা কখনও ভাবেনি, শ্যুটিং শেষ হয়ে গেল আজ অনেক দিন হল, এত দিন এরকম কিছু হয়নি, কিন্তু আজ যখন ডাবিংয়ে গিয়ে নিজের গানের দৃশ্যে একটা অভূতপূর্ব কীর্তণ দেখলাম, অজান্তেই কখন যে চোখ থেকে জল পড়তে শুরু করল বুঝতেই পারিনি!’
তিনি আরও লেখেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার গড ফাদার @sandipdirector, তিনি আর নেই। তিনি আমায় প্রথম অডিশনে বেছে নিয়েছিলেন, ঠিক সেরকমই @ranassocial তুমি আমার আর এক গড ফাদার হয়ে গেলে, আমাকে প্রথম বড় পর্দায় কাজ করার সুযোগ দিলে, তুমি প্রমান করে দিলে ‘পিআর’ না থাকলেও কাজ পাওয়া যায়, তোমার সঙ্গে না আমার আগে কখনও দেখা হয়েছে, না কখনও কথা কিন্তু তাও যে তুমি আমায় কাস্ট করেছ ‘লক্ষীপ্রিয়া’ হিসেবে, আমি কৃতজ্ঞ। আর আমি অনেকটা আশীর্বাদ-ধন্য যে আমার প্রথম ছবি @srijitmukherji দার সঙ্গে, সেটা বোধহয় আলাদা করে লিখতে হবে না...। ধন্যবাদ ইউনিভার্স।’
আরও পড়ুন: আল্লু অর্জুনের প্রত্যাখ্যান করা ছবিকে হিট করেছিলেন সলমন! হয়েছিল ১০ গুণ বেশি আয়, বলুন তো কোন সিনেমা?
প্রসঙ্গত, ছবি পাশাপাশি আরাত্রিকার নতুন মেগা 'জোয়ার ভাটা' আসছে। জি বাংলায় কিছু দিনের মধ্যেই এই মেগা আছে। এই ধারাবাহিকে আরাত্রিকার সঙ্গে শ্রুতি দাসকেও দেখা যাবে। আরাত্রিকার বড় বোনের ভূমিকায় শ্রুতিকে দেখা যাবে। তাছাড়াও এই মেগায় থাকছেন অভিষেক বীর শর্মা। এর আগে অভিনেতাকে 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে দেখা গিয়েছিল। 'বুলেট সরোজিনী' কিছু দিন হল শেষ হয়েছে।