পরিচালক অনুরাগ বসু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করেছেন, দুই ইন্ড্রাস্টিকেই তিনি 'নতুন' বলে অভিহিত করেছেন। এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ভারতীয় সিনেমা শুধু আমরাই দেখি, আর কোরিয়ান ছবির দর্শক বিশ্বব্যাপী। পরিচালক তাঁর ছবি ‘আশিকি ৩’ নিয়েও আপডেট দিয়েছেন।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যা বললেন অনুরাগ বসু
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘আমার মনে হয় বিশ্ব বিনোদন জগত আমাদের ছবিও দেখে। তবে আমি মনে করি আমাদের আরও অনেকটা পথ যেতে হবে। কারণ মূলধারার সিনেমা এখনও ভারতীয় প্রবাসী এবং ভারতীয় দর্শকদের টার্গেট করেই বানানো হয়। বিশ্বব্যাপী দর্শকদের টার্গেট করে আমরা এখনও সেভাবে ছবি বানাচ্ছি না, অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা বিশ্বব্যাপী কেবল ভারতীয় দর্শকই পাই। আমি মনে করি এখনও আমাদের অনেকটা পথ চলতে হবে।’
আরও পড়ুন: বাবার কাঁধ ছাড়িয়েছে মিশুক! ১২ বছর পর সরস্বতী পুজোয় পাশে ছেলে, আবেগঘন প্রসেনজিৎ
অনুরাগ বলেছেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কোরিয়ার মতো ‘নতুন’
তাঁর কথায়, ‘আমরা কেবল ভারতীয় দর্শকদের জন্যই ছবি বানাচ্ছি। আমরা কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মতোই নতুন। কিন্তু ওঁদের বিশ্বব্যাপী দর্শক রয়েছে। মানুষ তাঁদের সিনেমা দেখেন, আমরাও তাঁদের সিনেমা দেখি। কিন্তু আমাদের সিনেমা শুধু ভারতীয়রাই দেখেন। খুব মুষ্টিমেয় লোক যাঁরা সিনেমা সম্পর্কে উৎসাহি তাঁরা হয়তো ভারতীয়দের বাইরে আমাদের ছবি দেখেন। আমরা বিশ্বব্যাপী ছবি সরবরাহ করি না। আমরা শুধু শুক্র, শনি, রবিবার, উইকএন্ড, ১০০ কোটি, ৫০০ কোটি এই নিয়েই চিন্তিত।’
আরও পড়ুন: অনুরাগীর ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত! 'বন্ধু আমার খিলাড়ি…' গায়ককে বাহবা অভিজিতের
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এবং ‘অনুজা’র মতো ছবি বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা অর্জন করা সত্ত্বেও, অনুরাগ বিশ্বাস করেন যে মূলধারার ভারতীয় সিনেমা মূলত ভারতীয় প্রবাসী এবং দর্শকদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে।
'আশিকি ৩' সম্পর্কে
অনুরাগ কার্তিক আরিয়ান অভিনীত 'আশিকি ৩' -এর নিয়েও একটি আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর টিম এখনও শুটিং শুরু করেনি। তাঁর কথায়, ‘আগামী মাসে আমরা শ্যুটিং শুরু করব।’ বর্তমানে 'আশিকি থ্রি' -এর প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত তিনি।
অনুরাগের আসন্ন ছবিগুলি সম্পর্কে
এটি ছাড়াও, অনুরাগ তাঁর ছবি ‘লাইফ ইন এ মেট্রো’ -এর সিক্যুয়েলও পরিচালনা করছেন। এই ছবিটির নাম রেখেছেন ‘মেট্রো ইন দিনো’। ছবিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি এবং কঙ্কনা সেন শর্মা। 'বরফি', 'লাইফ ইন আ মেট্রো', 'লুডো', 'জগ্গা জাসুস'-এর মতো জনপ্রিয় ছবি তিনি বানিয়েছেন এর আগে।