'নিকষছায়া'-এর পর আবার অলৌকিক গল্পের পরিচালক হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় ফিরছেন, সে খবর অনেক আগেই পাওয়া গিয়েছিল। অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে নতুন ওয়েব সিরিজ আনছেন অভিনেতা-পরিচালক। আর সেই সিরিজে প্রধান মুখ হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলক ও পোস্টার প্রকাশ্যে এসেছে। রবিবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এই সিরিজের টিজার ও মুক্তির দিনক্ষণ।
টিজারের শুরুতেই দেখা গিয়েছে অনির্বাণ ও দেবী মূর্তিকে। রোমাঞ্চকর আবহে পর্দার 'অতীন' অনির্বাণকে প্রশ্ন করতে শোনা গিয়েছে, 'এটা কোন দেবী রে…?' তারপর নানা তান্ত্রিক কর্মকাণ্ডের ছবি পর্দায় ভেসে উঠেছে। পাশাপাশি অনির্বাণের কন্ঠে পাওয়া গিয়েছে দেবী মূর্তির বর্ণনাও। এরপরই আবহ ভেদ করে ভেসে আসে রজতাভ দত্তের কন্ঠ। তাঁর অভিনীত চরিত্রকে বোলতে শোনা যায়, 'কোনও তান্ত্রিক দেবীর মূর্তি'। তারপর নানা অলৌকিক কান্ডের টুকরো টুকরো অংশের কোলাজ দেখা যায়। ধীরে ধীরে 'অতীন'-এর আচরণের ও বেশভূষার পার্থক্য আরও প্রকট হয়ে ওঠে। কপালে টানা বড় লাল তিলক, মাথায় উস্কোখুস্কো ঝাঁকড়া চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে অদ্ভুত এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সে আক্রমণ করে রজতাভকে! একদম শেষে পর্দার ‘ডামরি’ পার্ণো মিত্রের একটা ঝলকও দেখা যায়।
আরও পড়ুন: ‘ছোটবেলায় নববর্ষ মানেই আইসক্রিম-রঙিন সরবত-মিষ্টি! গুনতাম কটা ক্যালেন্ডার পেলাম’, নববর্ষ নিয়ে বললেন প্রিয়াঙ্কা
প্রসঙ্গত, বইয়ের পাতা থেকে OTT-র পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ‘ভোগ’। এই গল্প যাঁরা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিয়ো মাধ্যমে শুনেছেন তাঁরা সেই সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছিলেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার দৃশ্যায়ন করেছেন পরমব্রত।
অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে কেউ কারও পরিচালনায় এর আগে কাজ করেননি। আর এবার বন্ধুু পরমব্রতর পরিচালনায় কাজ করতে চলেছেন পর্দার 'খোকা'।
আরও পড়ুন: ফিরছে ‘খুকুমণি’ জুটি! রাহুল-দীপান্বিতা আবার একসঙ্গে ছোট পর্দায়, কোন চ্য়ানেল?
একাকী মানুষের জীবনকে কেন্দ্র করেই এগোবে অলৌকিক-থ্রিলারধর্মী গল্প ‘ভোগ’-এর কাহিনী। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। পয়লা মে 'হইচই'-এ মুক্তি পাবে সিরিজটি।
‘ভোগ’ গল্প অনুযায়ী, একটা কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটা মূর্তি হাতে আসে গল্পের মূল চরিত্র 'অতীন' -এর কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত কী হয় তার, সেই উত্তর দেবে এই ওয়েব সিরিজ 'ভোগ'। প্রসঙ্গত, পরমব্রতর পরিচালনায় 'নিকষছায়া' এবং 'পর্ণশবরীর শাপ' ইতিমধ্যেই বহু দর্শকের মন কেড়েছে।