কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। এই ছবিতে একজন সাঁতারু এবং বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক। কার্তিককে চান্দু চরিত্রের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন অন্যতম সেলিব্রেটি প্রশিক্ষক রাহুল ভাট।
সম্পতি হিন্দি রাশের সঙ্গে একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘কার্তিকের আগে থেকে কোনও অভিজ্ঞতা ছিল না এই বিষয়ে। ওঁকে বক্সিং সাঁতার সবকিছু শিখতে হয়েছিল। ও যেমন কোনও ক্রীড়াবিদ নন, তেমন টাইগারের মতো ফিটনেস ছিল না ওর। তাই প্রথম থেকেই প্রচুর পরিশ্রম করতে হয়েছিল ওকে। তবে ও সেটা করে দেখিয়েছে।’
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
রাহুল বলেন, ‘পেয়ার কা পঞ্চনামা ছবিতে কার্তিককে অভিনয় করতে দেখেছিলাম আমি। আমার মনে হয়নি চান্দু চরিত্রে ও অভিনয় করতে পারবে। তবে ও আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। চরিত্রের জন্য নিজেকে সবদিক থেকে পাল্টে ফেলেছিল ও।’
কার্তিকের ফিটনেস ট্রেনার রাহুল বলেন, ‘প্রথম প্রথম ওর সাথে মানিয়ে নিতে অসুবিধা হতো আমার। আমির খান বা অন্য কারোও সঙ্গে তা হয়নি। কিন্তু ও আমার সঙ্গে মানিয়ে নিয়েছিল, আমার কাছে আত্মসমর্পণ করেছিল। ও আদতে একজন সময়নিষ্ঠ, শ্রদ্ধাশীল এবং পেশাদার মানুষ।’
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রাহুল বলেন, ‘আমি ওর থেকে অনেক কিছু শিখেছি যেমন আত্মপ্রচার। এক কথায় বলতে গেলে ও জানে কীভাবে প্রচার করতে হয়। PR - এর ব্যাপারে ও সবার থেকে এগিয়ে। প্রচারের কৌশল ও খুব ভালো করে জানে। আজকের যুগে একজন সফল তারকা হতে গেলে এটাই দরকার।’
প্রসঙ্গত, রাহুল হলেন মহেশ ভাট-এর প্রথম স্ত্রীর সন্তান। পূজার দাদা হলেন রাহুল। আলিয়া এবং শাহিন হলেন মহেশের দ্বিতীয় স্ত্রীর সন্তান। শারীরিক প্রশিক্ষক হওয়ার পাশাপাশি রাহুল বিগ বস সিজন ৪ প্রতিযোগী, যেখানে খুব ভালো পারফরম্যান্স করে সকলের মন জয় করেছিলেন তিনি।