বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। ২০২২ সালে স্ত্রী এবং কন্যাকে রেখে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা। অভিনেতার একমাত্র মেয়ে সাইনা ধীরে ধীরে নিজেকে প্রমাণ করছেন টেলিভিশনের পর্দায়।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর এবার জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সাইনা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সিরিয়াল শুরু হওয়ার আগে আরও একবার বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
অভিষেক চট্টোপাধ্যায়ের ‘খরকুটো’ ধারাবাহিকের একটি ছবি এবং জি বাংলায় আগত ধারাবাহিকের একটি ছবির কোলাজ তৈরি করে পোস্ট করেন সাইনা। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই লীনা আন্টির স্ক্রিপ্ট, আর এখন তোমার আশীর্বাদে আমি এগিয়ে চললাম।’
প্রসঙ্গত, সাইনা ছাড়া এই ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি, মৈনাক ঢোল। জানা গিয়েছে,দুই নববধূর গল্প নিয়ে শুরু হতে চলেছে এই সিরিয়ালের গল্প। গল্পে শহুরে বনলতা এবং গ্রামের লাজবন্তির জীবন পাল্টে যায় একটি আকস্মিক ঘটনার পর।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
বনলতা চরিত্রে অভিনয় করবেন নন্দিনী এবং লাজবন্তী চরিত্রে অভিনয় করবেন সাইনা। দুটি ভিন্ন প্রকৃতির মানুষের জীবন কীভাবে পাল্টে যাবে, শেষ পর্যন্ত তাঁরা কীভাবে পরিবর্তিত জীবনের সঙ্গে লড়াই করবে, এই সবকিছুই ফুটে উঠবে ধারাবাহিকের গল্পে।