নবম ওভারে স্কট বোল্যান্ডকে বোলিংয়ে আনেন অজি অধিনায়ক। এসেই তিনি বড় উইকেট পাইয়ে দেন দলকে, কারণ মাত্র ২৪ রানের মাথায় ফেরান যশস্বী জয়সওয়ালকে। ততক্ষণে ক্রিজে আসতে আসতে জমতে শুরু করেছিলেন যশস্বী, মেরেছিলেন চারটি চার। কামিন্স, স্টার্কদের বুঝে শুনেই খেলছিলেন। বোলিং চেঞ্জই সমস্যা তৈরি করে যশস্বীর…
স্টার্কের পর স্কট বোল্যান্ডেরও প্রথম বলেই আউট যশস্বী… বোলিং চেঞ্জেই বাজিমাত অজিদের… ছবি- এপি
পার্থের রিক্যাপ হল না অ্যাডিলেডে। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে এখনও তেমন কিছু করে দেখাতে পারেনি। জোড়া ওপেনারই সাজঘরে ফিরেছেন। পার্থে জোড়া ওপেনারই দ্বিতীয় ইনিংসে বড় রান পাওয়ায় কাজটা সহজ হয়ে গেছিল টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু এক্ষেত্রে যশস্বী জয়সওয়াল বড় রান পেলেন না, রাহুল তো খাতা খুলতে খুলতেই সাজঘরে ফিরলেন। বিরাট কোহলিও ফিরলেন মাত্র ১১ রানে।
মিচেল স্টার্ক বোলিং শুরু করলেও, এবারে এই বাঁহাতি পেসারের বিরুদ্ধে একটু রয়ে সয়ে খেলছিলেন ভারতীয় ব্যাটাররা। ফলে তিনি শুরুর দিকে উইকেট পেলেন না। তবে প্রথম ধাক্কাটাই দিলেন অজি অধিনায়ক প্যাট কামিনস। তিনি ফেরালেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার লোকেশ রাহুলকে মাত্র সাত রানের মাথায়, ক্যাচ নিলেন উইকেটরক্ষক। প্রথম ইনিংসে যেভাবে ভারতীয় ব্যাটাররা আউট হয়েছিলেন, তেমনই আউট বলা যায়। কারণ যশস্বী জয়লওয়াল এবং বিরাট কোহলিও উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়েই ফিরলেন।
যশস্বী জয়সওয়ালও বড় রান পেলেন না। স্কট বোল্যান্ডের বলে তিনি আউট হলেন। সেই অফ স্টাম্পের বাইরের বলে, ব্যাটের কানায় লেগে বল গেল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। রোহিত শর্মা নিজেকে পিছনের দিকে ব্যাটিং লাইন আপে পাঠিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, এই ম্যাচের পর তাঁকে ফের পুনর্বিবেচনা করতে হতেই পারে।
অ্যাডিলেডে প্রথম ইনিংসে প্রথম বলেই যশস্বী জয়লওয়ালকে ফিরিয়েছিলেন মিচেল স্টার্ক। তিনি টেস্টের প্রথম বলেই, নিজের ওভারেরও সেটা প্রথম বলই ছিল, লেখানে এলবিডাব্লু করে ০ রানে সাজঘরে ফিরিয়ে ছিলেন যশস্বীকে। এবার দ্বিতীয় ইনিংসে নিজের ওভারের প্রথম বলেই তাঁকে আউট করলেন আরেক অজি বোলার স্কট বোল্যান্ড।
প্যাট কামিন্স এবং স্টার্ক প্রথম ৮ ওভার পর্যন্ত জুটিতে বোলিং করার পর নবম ওভারে স্কট বোল্যান্ডকে নিয়ে আসেন অজি অধিনায়ক। আর এসেই তিনি উইকেট পাইয়ে দেন দলকে। বড় উইকেট নিঃসন্দেহে কারণ তিনি মাত্র ২৪ রানের মাথায় ফেরান যশস্বী জয়সওয়ালকে। ততক্ষণে ক্রিজে আসতে আসতে জমতে শুরু করেছিলেন যশস্বী, মেরেছিলেন চারটি চার। কামিন্স, স্টার্কদের বুঝে শুনেই খেলছিলেন। এরই মধ্যে বোলিং চেঞ্জই হঠাৎ সমস্যা তৈরি করে দিল, আর দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেন বোল্যান্ড।