দিল্লি ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সও চলতি উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। তবে কোন দল লিগ টেবিলের শীর্ষে থেকে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে, তা এখনও স্থির হয়নি। এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে, তৃতীয় স্থানে থেকে এলিমিনেটরে মাঠে নামবে গুজরাট জায়ান্ট। সেই সঙ্গে ইউপি ওয়ারিয়র্জ ও আরসিবির বিদায়েও সিলমোহর পড়ে গিয়েছে।
আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। লিগের ৮টি ম্যাচই খেলা হয়ে গিয়েছে তাদের। ক্যাপিটালসের খাতায় রয়েছে ১০ পয়েন্ট। সোমবার গুজরাট জায়ান্টসকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সও পৌছে গিয়েছে ১০ পয়েন্টে। তবে নেট রান-রেটে দিল্লির তুলনায় পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন হরমনপ্রীত কৌররা। উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বই মোট ৭টি ম্যাচে মাঠে নেমেছে।
লিগ পর্বে এখনও পর্যন্ত একটি ম্যাচই বাকি রয়েছে। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স যদি জিতে যায়, তাহলে পয়েন্ট সংখ্যায় দিল্লি ক্যাপিটালসকে টপকে যাবেন হরমনপ্রীতরা। সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হয়ে সরসারি ফাইনালের টিকিট অর্জন করবে মুম্বই।
তবে আরসিবির কাছে মুম্বই হেরে গেলে হরমনপ্রীতদের দ্বিতীয় স্থানেই থাকতে হবে এবং তারা তিন নম্বর দল গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে। সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ফাইনালের টিকিট হাতে পাবে দিল্লি ক্যাপিটালস।
আসলে ৫ দলের উইমেন্স প্রিমিয়র লিগে ৩টি দল প্লে-অফে জায়গা পায়। এক নম্বর দল সরাসরি ফাইনালে ওঠে। দুই ও তিন নম্বর দল নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচে মাঠে নামে। যে দল জেতে, তারা এক নম্বর দলের বিরুদ্ধে ফাইনাল খেলে।
উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-এর পয়েন্ট তালিকা
১. দিল্লি ক্যাপিটালস- ৮ ম্যাচে ১০ পয়েন্ট (নেট রান-রেট +০.৩৯৬)।
২. মুম্বই ইন্ডিয়ান্স- ৭ ম্যাচে ১০ পয়েন্ট (নেট রান-রেট +০.২৯৮)।
৩. গুজরাট জায়ান্টস- ৮ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট +০.২২৮)।
৪. ইউপি ওয়ারিয়র্জ - ৮ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট -০.৬২৪)।
৫. আরসিবি- ৭ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.৩০৫)।