নিজের প্রিয় খেলোয়াড়ের পুজো করা ভালো। কিন্তু সেজন্য অন্য খেলোয়াড়দের ছোট করার কোনও মানে হয় না। হার্দিক পান্ডিয়াকে লাগাতার বিদ্রূপ করা হওয়ায় তুমুল বিরক্তি প্রকাশ করলেন ভারত তথা রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। কোনওরকম রাখঢাক না করে নিজের ইউটিউব লাইভ অনুষ্ঠানে তারকা অফস্পিনার জানিয়েছেন, হার্দিক এবং রোহিত শর্মার সমর্থকদের মধ্যে যে ‘লড়াই’ শুরু হয়েছে, সেটা পুরোপুরি ভিত্তিহীন। কারণ দু'জনেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়। দিনের শেষে দু'জনই একই দেশের হয়ে খেলতে নামেন। অশ্বিনের কথায়, ‘ফ্যানদের লড়াই কখনও এরকম বাজে দিকে যাওয়া উচিত নয়। সবসময় মনে রাখা উচিত যে এই খেলোয়াড়রা কোন দেশের প্রতিনিধিত্ব করে।’
এমন একটা সময় অশ্বিন সেই মন্তব্য করেছেন, যখন হার্দিক যেখানেই যাচ্ছেন, সেখানেই বিদ্রূপের মুখে পড়তে হচ্ছে। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ক্যাপ্টেন করার পর থেকেই তুমুল রোষের মুখে পড়েছেন তারকা অল-রাউন্ডার। সেইসঙ্গে গুজরাট টাইটানস ছেড়ে মুম্বইয়ে ফিরে আসায় আমদাবাদের দর্শকদের চোখেও ভিলেন হয়ে গিয়েছেন হার্দিক। এমনকী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) তো দেখা গিয়েছে যে মাঠে কুকুর ঢুকে পড়ায় ‘হার্দিক, হার্দিক’ বলে চিৎকার করছেন দর্শকরা। নোংরা আক্রমণ করা হচ্ছে হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে।
সেই পরিস্থিতিতে ভারতের তারকা অফস্পিনার অশ্বিন বলেন, ‘অন্য কোনও দেশে আপনি এরকম দেখেছেন? আপনি জো রুট এবং জ্যাক ক্রলি ফ্যানদের লড়াই করতে দেখেছেন? নাকি আপনি জো রুট এবং জস বাটলারদের ফ্যানদের লড়াই করতে দেখেছেন? এটা হাস্যকর। অস্ট্রেলিয়ায় কখনও স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্সদের ফ্যানদের লড়াই করতে দেখেছেন? আপনি বারবার বলেছি যে এটা ক্রিকেট। (এখন যে প্রবণতা চলছে), সেটা সিনেমার সংস্কৃতি। আমি জানি যে মার্কেটিং, ব্র্যান্ডিংয়ের মতো বিষয় আছে। আমি সেটা অস্বীকার করছি না।’
অশ্বিন জানান, অতীতে ভারতীয় দলের একাধিক সুপারস্টার অন্যদের অধিনায়কত্বে খেলেছেন। কিন্তু তখন তো কোনও ঝামেলা হয়নি। তাঁর কথায়, 'আমরা এমন হাবভাব করছি যে আগে কখনও এরকম হয়নি। সচিন (তেন্ডুলকরের) নেতৃত্বে খেলেছে (সৌরভ) গঙ্গোপাধ্যায়। উলটোটাও হয়েছে। ওরা দু'জনই রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে খেলেছিল। ওরা তিনজনই আবার অনিল কুম্বলের অধিনায়কত্বে খেলেছিল। ওরা সকলেই আবার (মহেন্দ্র সিং) ধোনির অধিনায়কত্বে খেলেছিল। ওরা ক্রিকেটের কিংবদন্তি ছিল। ধোনি নিজেও বিরাট (কোহলির) অধিনায়কত্বে খেলেছিল।'
অশ্বিন আরও বলেন, 'এটা সত্যিকারের খেলা। এখানে সত্যিকারের আবেগ থাকে। কিন্তু কখনও সত্যিকারের খেলার সঙ্গে সিনেমার তুলনা করা যায় না। হিরো বানানো এবং হিরোর পুজো করা ভালো। সেটায় কোনও আপত্তি নেই আমার। নিজের প্রিয় খেলোয়াড়ের যে বিষয়টা ভালো লাগে, সেটা উপভোগ করুন। কিন্তু সেটার মানে এই নয় যে অন্য খেলোয়াড়দের ছোট করতে হবে।'