বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > কিউয়িদের যন্ত্রণায় প্রলেপ, 2023 ODI World Cup-এ আর বাউন্ডারির হিসাব নয়, সুপার ওভার টাই হলে আনা হচ্ছে নতুন নিয়ম
পরবর্তী খবর
কিউয়িদের যন্ত্রণায় প্রলেপ, 2023 ODI World Cup-এ আর বাউন্ডারির হিসাব নয়, সুপার ওভার টাই হলে আনা হচ্ছে নতুন নিয়ম
2 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 01:24 PM ISTTania Roy
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার আজব নিয়ম নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সমালোচনায় জর্জরিত হয়েই আইসিসি সেই বছরই তড়িঘড়ি নিয়ম বদলে ফেলে। তাই এবার নতুন নিয়মেই হবে ওডিআই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ।
সুপার ওভার টাই হলে আর ২০১৯-এর নিয়ম নয়।
ম্যাচের পর সুপার ওভারও টাই। ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালে বেশি চার হাঁকানোর সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডকে। যা নিয়ে সেই সময়ে প্রচুর জলঘোলা হয়েছিল। চার বছর পরেও এই ঘটনার রেশ রয়ে গিয়েছে। এবং ফের চর্চায় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম।
ম্যাচ টাই হলে সাধারণত সুপার ওভারে গড়ায়। এর পর আবার সুপার ওভারে টাই হলে কী হবে? সুপার ওভারও টাই হয়েছিল গত বারের ওডিআই বিশ্বকাপে। এরপর বাউন্ডারি সংখ্যার হিসাবে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ভালো খেলার পরেও এমন আজব নিয়মের বেড়াজালে আটকে গিয়ে স্বপ্নভঙ্গ হওয়াটা যে কতটা যন্ত্রণার, তা হারে হারে টের পেয়েছিল কিউয়িরা। তাই এবারের ওডিআই বিশ্বকাপে বদলে যাচ্ছে নিয়ম। সুপার ওভার ‘টাই’ হলে আর আগের নিয়ম থাকছে না। টাই হলেও আবারও সুপার ওভার হবে। সেটা টাই হলে আবার সুপার ওভারের খেলা হবে। এভাবেই চলবে, যতক্ষণ না ‘আসল’ ফলাফল নির্ধারিত হয়।
সুপার ওভারের নিয়ম অনুযায়ী ৩ জন ব্যাটার এবং ১ জন বোলার খেলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল সুপার ওভারে প্রথমে ব্যাট করবে। সেক্ষেত্রে ইংল্যান্ড থেকে বেন স্টোকস ও জস বাটলার নেমেছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট বল করেছিলেন। ইংল্যান্ড সুপার ওভারে করেছিল মোট ১৫ রান আসে। ১৬ রানের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন জেমস নিশাম ও মার্টিন গাপ্তিল। ইংল্যান্ডের জোফ্রা আর্চার বল করেছিলেন। একটা ওয়াইড বল-সহ প্রথম ৫ বলই মোকাবিলা করেন নিশাম। শেষ বলে দরকার ২ রান। স্ট্রাইকে ছিলেন গাপ্তিল। একটি মাত্র রান নেওয়ার মতোই পরিস্থিতি ছিল, কিন্তু জান-প্রাণ এক করে দ্বিতীয় রান নেওয়ার জন্যও দৌড় দিলেন দুই ব্যাটার। তবে তাতে লাভ হয়নি। রানআউট হয়ে যান গাপ্তিল।