
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পূর্বাভাস আগে থেকেই ছিল। আর সেটা সত্যি করেই ভেস্তে গেল গুয়াহাটিতে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ। তবে টস নির্বিঘ্নেই হয়েছিল। তখনও আন্দাজ করা যায়নি যে, খেলাটা শেষ পর্যন্ত শুরুই হবে না। আসলে শনিবার টসের পরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে সেই বৃষ্টি কমলেও, একেবারে কমে যায়নি। শেষ পর্যন্ত সাড়ে পাঁচটার পর ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়। এখন ৩ অক্টোবর ভারতের পরের প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হবে তিরুবনন্তপুরমে। যেখানে শুক্রবার দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। শনিবারও অস্ট্রেলিয়া- নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে।
বৃষ্টিতে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ। ভারতের ম্যাচ মানেই এখন যেন বৃষ্টি পিছু ধাওয়া করছে। এশিয়া কাপ থেকে এবার বিশ্বকাপের প্রেক্ষাপট- বারবার রোহিতদের ম্যাচেই ভিলেন হয়ে উঠছে বৃষ্টি।
ফের মুষলধারে বৃষ্টি নেমেছে গুয়াহাটিতে। আদৌ খেলা হবে তো?
মাঝেমাঝেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাত সাড়ে সাতটা পর্যন্ত খেলা শুরুর সময় রয়েছে। দেখার শেষ পর্যন্ত খেলা শুরু হয় কিনা!
অবশেষে কিছু আনন্দের খবর। গুয়াহাটিতে বৃষ্টি থেমে গিয়েছে এবং আবহাওয়া প্রায় ২০ মিনিট আগে যেমন ছিল, তার চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। খেলা শুরুর অপেক্ষা এখন। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে না। তবে এখনও প্রচুর জল রয়েছে। পুরো মাঠ শুকোতে দেরী হবে। সুপারসপার দিয়ে সেই কাজই চলছে। তাই যদি আর বৃষ্টি না হয়, তবে দেরীতে হলেও খেলা শুরু হতে পারে। হয়তো তাতে ওভার কমে যাবে।
আপাতত বৃষ্টি কমেছে। তবে ঘুরেঘুরে হচ্ছে বৃষ্টি। আবার নামতেও পারে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সাড়ে তিনটে নাগাদ হয়তো মাঠ পরিদর্শদন হতে পারে। তবে এখনও কভারই তোলা হয়নি। জল জমে কভারের উপর।
তিরুবনন্তপুরমেও অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস ওয়ার্ম-আপ ম্যাচেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন তা থেমেছে। পিচ থেকে কভার তোলা হচ্ছে। হয়তো খেলা শুরু হবে এবার। তবে শুক্রবার বৃষ্টির জেরে তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। সেই ম্যাচে টস করাও সম্ভব হয়নি।
টস হওয়ার পরেই গুয়াহাটিতে বৃষ্টি শুরু। পূর্বাভাস ছিলই। কিন্তু শুরুতে আকাশে মেঘ ছিল না। রৌদ্রোজ্জ্বল দিনই ছিল। হঠাৎ করেই মেঘ এসে পড়ে। এবং শুরু হয়ে যায় বৃষ্টি। তবে আশা করা হচ্ছে, এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না।
গোয়াহাটিতে আপাতত বৃষ্টি হচ্ছে না ঠিকই, তবে গরম রয়েছে। যে কারণে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেন রোহিত শর্মা। যাতে বোলাররা গরমের মধ্যে দুপুরবেলা টানা বল করে ক্লান্ত না হয়ে পড়ে।
যারা গুয়াহাটির আবহাওয়া সম্পর্কে ভাবছেন, তারা জেনে খুশি হবেন যে, আকাশে আপাতত মেঘ নেই। সূর্য জ্বলজ্বল করছে। প্লেয়াররাও ওয়ার্ম আফ শুরু করে দিয়েছে। সকলেই আশায়, এই ম্যাচে যাতে বৃষ্টি বিঘ্ন না ঘটায়।
ইংল্যান্ড আবার বিশ্বকাপের আগে দু’টি ওয়ানডে সিরিজ খেলেছে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া ইংল্যান্ড দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা খেলোয়াড়দের নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। বৃষ্টির কারণে সিরিজের বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।
সদ্য শেষ হয়েছে ভারত বাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করে সিরিজ পকেটে পুড়ে নিলেও, তৃতীয় ওডিআই-এ অজিদের পুরো টিম খেললে ভারত কিন্তু বেকায়দায় পড়ে যায়। ম্যাচটি তারা বাজে ভাবে হারে। মূলত মিডল অর্ডারের ব্যর্থতার জন্য ভারতকে হারতে হয়। যেটা বিশ্বকাপের আগে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। তবে তার আগে এশিয়া কাপ জয় ভারতকে আত্মবিশ্বাস জোগাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports