বয়স শুধুই একটা সংখ্যা। মনের মিল থাকলে যে কোনও সম্পর্কই কাঙ্ক্ষিত পরিণতি পায়, সেটা প্রমাণ করে দিয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক। বিয়ের আগে থেকেই এই বয়েসের ফারাক নিয়ে কম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়নি নিয়াঙ্কাকে। শুনতে হয়েছিল এই বিয়ে টিকবে না। তবে নিন্দকদের মুখে ঝামা ঘষে প্রায় ৫ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন এই জুটি। এখন তাঁরা আর শুধু স্বামী-স্ত্রী নন, বরং দায়িত্বশীল বাবা-মাও।
১৬ই সেপ্টেম্বর ছিল ‘জাতীয় জিজু’ নিক জোনাসের ৩৩তম জন্মদিন। বরের জন্মদিনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহুর্ত শেয়ার করেছেন। স্বামীকে উত্সর্গ করে একটি হৃদয়গ্রাহী পোস্ট লেখেন দেশি গার্ল। তাদের রোমান্টিক ছবিগুলি দেখে ভক্তরা মন্ত্রমুগ্ধ। মন্তব্য বিভাগে ভালবাসার বন্যা বইছে। প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবি পোস্ট করেছেন যেখানে রেস্তোরাঁয় নিকের জন্মদিনের উদযাপনের ঝাপসা অথচ প্রেমমাখা ছবি ফুটে উঠেছে। অন্য ছবিতে তাদের মেয়ে মালতীর সাথে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। তিন নম্বর ছবিতে প্রিয়াঙ্কা একটি মিরর সেলফিতে নিককে চুম্বন করছেন, বাকিগুলি দম্পতির রোম্যান্সে মাখা কিছু ঝলক।
ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা একটি মর্মস্পর্শী নোট লিখেছেন। নায়িকা লেখেন, ‘আজ আমার ভালবাসার বিশেষ দিন উদযাপন করছি, মনে পড়ছে সেইসব ১৬ই সেপ্টেম্বরের কথা, যেগুলো আমার, তোমার সঙ্গে কাটানোর সৌভাগ্য হয়েছে। তোমার সাথে জীবন ভাগ করে নিতে পেরে কৃতজ্ঞ। আমরা প্রতিদিনই তোমাকে উদযাপন করি’।
বিপাশা বসু এই দম্পতির ছবিতে লালহৃদয়ের ইমোজি জুড়েছেন। ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরাও। ২০১৮ সালে প্রিয়াঙ্কার জন্মদিনে উপলক্ষ্যে গ্রীসের নিটকবর্তী ছোট্ট দ্বীপ ক্রিটে পৌঁছেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেখানেই দেশি গার্লকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন পপ তারকা। জুলাই মাসে আংটি বদল সারবার পর বেশি সময় নেননি তাঁরা। অগস্ট মাসেই সপরিবারে মুম্বইতে হাজির হন নিক জোনাস। এবং প্রিয়াঙ্কার পরিবারের উপস্থিতিতে বাগদান পর্ব সেরে নেন তাঁরা। এরপর ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে যোধপুরের উমেদ ভবনে বসে নিয়াঙ্কার গ্র্যান্ড বিয়ের আসর। ১লা ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন নিয়াঙ্কা। পঞ্জাবি ও ক্যাথলিক দুই রীতি মেনেই বিয়ের পর্ব সারেন এই লাভ বার্ডস।
২০২২ সালে, এই দম্পতি সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মা হন। বর্তমানে, এই দম্পতি জোনাস ব্রাদার্সের গ্রিটিংস ফ্রম ইওর হোমটাউন ট্যুরের জন্য কানাডায় রয়েছেন। ট্যুরটি আগামী ১৪ নভেম্বর আনকাসভিলে একটি শো দিয়ে শেষ হতে চলেছে। এদিকে, প্রিয়াঙ্কা তাঁর পরবর্তী ছবি 'দ্য ব্লাফ'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে কার্ল আরবান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলে-গ্রিন এবং টেমুয়েরা মরিসনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। অন্য়দিকে এসএস রাজামৌলির হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তন ঘটবে প্রিয়াঙ্কার। পরিচালকের কেরিয়ারের ২৯তম ছবিতে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনের সাথে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।