বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ হাতছাড়া করাটা মানতে পারছি না, তবে এখন লক্ষ্য পরের বছরের T20 WC- হতাশার মাঝেও আলোর খোঁজ শুভমনের
পরবর্তী খবর
বিশ্বকাপ হাতছাড়া করাটা মানতে পারছি না, তবে এখন লক্ষ্য পরের বছরের T20 WC- হতাশার মাঝেও আলোর খোঁজ শুভমনের
1 মিনিটে পড়ুন Updated: 06 Dec 2023, 06:11 AM ISTTania Roy
বিশ্বকাপের ফাইনালে হারটা শুভমন গিল কিছুতেই হজম করতে পারছেন না। তিনি হতাশার সঙ্গে দাবি করেছেন যে, ওডিআই বিশ্বকাপের শিরোপা না পাওয়ায় তিনি বিধ্বস্ত। তবে তাঁর নতুন লক্ষ্যও ঠিক করে ফেলেছেন গিল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবং সেটা তিনি জিততে একেবারে মরিয়া হয়ে রয়েছেন।
শুভমন গিল।
ভারতের তরুণ তারকা ব্যাটার শুভমান গিল ব্যাট হাতে ২০২৩ সালের শুরু থেকেই বেশ ভালো ছন্দে রয়েছে। এমন কী ওডিআই বিশ্বকাপেও তিনি নজর কাড়েন। কিন্তু ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারে তিনি একেবারে মুষড়ে পড়েন। শুভমন এই বছর ওয়ানডে-তে ২৯ ম্যাচে ৬৩.৩৬-এর আশ্চর্যজনক গড়ে ১৫৮৪ রান করেছেন। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি রয়েছে।
প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। বিভিন্ন ফর্ম্যাটেই তাঁর পারফরম্যান্স খুবই ভালো। এবং তিনি ধারাবাহিক ভাবেই ভালো খেলে চলেছেন। ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ওপেনার হিসাবেও শুভমন নিজেকে প্রমাণ করেছেন।
তবে বিশ্বকাপের ফাইনালে হারটা তিনি কিছুতেই হজম করতে পারছেন না। শুভমন হতাশার সঙ্গে দাবি করেছেন যে, ওডিআই বিশ্বকাপের শিরোপা না পাওয়ায় তিনি বিধ্বস্ত হলেও তাঁর নতুন লক্ষ্য পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবং সেটা তিনি জিততে একেবারে মরিয়া হয়ে রয়েছেন।
সিএনবিসি-টিভি 18-এ শুভমন বলেছেন, ‘আমি মনে করি, এটি আমার জন্য একটি দুর্দান্ত বছর ছিল। কিন্তু বিশ্বকাপ মিস করার কারণে মেজাজ কিছুটা খারাপ হয়ে গিয়েছে। তবে সৌভাগ্যবশত, সামনের বছর আরও একটি বিশ্বকাপ আসছে, তাই আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করছি।’
২৪ বছর বয়সী তারকা আরও দাবি করেছেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং পরের বছর বর্ডার-গাভাস্কর ট্রফি- দু'টি সিরিজ খেলার জন্যও তিনি মুখিয়ে রয়েছেন। বলেছেন, ‘পরের এক বছরের মধ্যে, বিশ্বকাপ আসছে, অস্ট্রেলিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ আসছে, এবং আমি মনে করি, এই বছর এখনও শেষ হয়নি। আমাদের টেস্ট সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ সত্যিই বড় হতে চলেছে এবং সেই ম্যাচগুলির জন্যও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তরুণ ব্যাটসম্যান পরের বছর প্রথম বারের মতো আইপিএল দলের নেতৃত্ব দেওয়ার বিষয়েও মুখ খুলেছেন। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে শুভমনকে নিযুক্ত করা হয়। তিনি এই নিয়ে বলেছেন, ‘আমি গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করতে যাচ্ছি, এটি একটি খুব উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ এবং এর থেকে অনেক কিছু শিখতে পারব। আলাদা অভিজ্ঞতা হবে। আমি এর থেকে শিক্ষাও নিতে পারব এবং সেই অভিজ্ঞতা এবং শেখার ভিত্তিতে নিজেকে উন্নত করতে পারব।’