আর কোনও ধোঁয়াশা নয়, সরাসরি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিরাট কোহলি। বিসিসিআইকে আগেই অবগত করেছিলেন বলে খবর ছিল। সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। রোহিত শর্মার পরে শেষ হল ভারতের টেস্ট ক্রিকেটের আরও একটি বর্ণোজ্জ্বল অধ্যায়।
বিরাট কোহলি ভারতের হয়ে মোট ১২৩টি টেস্ট খেলেছেন। ২১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৯২৩০ রান। ব্যাটিং গড় ৪৬.৮৫। তিনি টেস্টে ৩০টি সেঞ্চুরি করেছেন এবং ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২৫৪ রানের।
বর্ণোজ্জ্বল কেরিয়ারে কোহলি সব থেকে বেশি ৩০টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ২৮টি টেস্ট খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি করে টেস্টে মাঠে নেমেছেন বিরাট। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন ১৪টি টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১টি ও বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে কম ৮টি টেস্ট খেলেছেন কোহলি।
কোহলির প্রথম ও শেষ টেস্ট
২০১১ সালের ২০ জুন কোহলি প্রথমবার টেস্ট খেলতে নামেন কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন তিনি। বিরাট শেষবার টেস্ট খেলেন ২০২৫ সালের ৩ থেকে ৫ জানুয়ারি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টের প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করে কোহলি লেখেন, ‘১৪ বছর হয়ে গেল, যখন আমি টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতের ব্যাগি ব্লু টুপি পরি। আমি সত্যিই ভাবতে পারিনি যে, এই ফর্ম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফর্ম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বয়ে বেড়াব।’
আরও পড়ুন:- T20I ও টেস্ট ছেড়েছেন, এবার ODI থেকে অবসর নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রোহিত শর্মা
কোহলি আরও লেখেন, ‘এই ফর্ম্যাট থেকে আমি সরে দাঁড়াচ্ছি, যে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তবে এটাই যথাযথ মনে হচ্ছে। আমার যা ছিল, সবটুকু নিংড়ে দিয়েছি। প্রতিদানে যা পেয়েছি, তা কখনও কল্পনাও করতে পারিনি। অত্যন্ত কৃতিজ্ঞ চিত্তেই আমি সরে যাচ্ছি। আমি সর্বদা প্রসন্নচিত্তে আমার টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব।’
আরও পড়ুন:- ভারতের খেলা ১০টি দেশের মধ্যে এই ৩টি দলের বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি কোহলি, কেন?
রোহিতের সঙ্গেই সরে গেলেন দুই ফর্ম্যাট থেকে
উল্লেখ্য, গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে রোহিত শর্মার সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। এবার সেই রোহিতের সঙ্গেই টেস্ট ক্রিকেটের যাত্রাও শেষ করলেন বিরাট। ক'দিন আগেই রোহিত শর্মাও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন।