Brian Lara on Virat Kohli Retirement: বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার খবর শুনে অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তিনি বলেছেন, বর্তমান ক্রিকেটে বিরাট কোহলি কতটা অপরিহার্য। টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসর নিয়ে যে জল্পনা চলছে, তার মধ্যেই লারা নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন। এই তিনি কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে এখনই অবসর না নেওয়ার কথা জানিয়েছেন।
ব্রায়ান লারা নিজের বার্তায় লেখেন, ‘টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে প্রয়োজন!! ওকে রাজি করানো হবে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। @virat.kohli (বিরাট কোহলি) ও নিজের বাকি টেস্ট কেরিয়ারে ৬০-র বেশি গড়ে রান করবে।’
সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিরাট কোহলি বিসিসিআই-কে তার অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এই খবর শনিবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তার মাত্র দুই দিন আগে দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ভারত আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে পাঁচটি হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচের মাধ্যমে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ যাত্রা শুরু করবে।
আরও পড়ুন … দয়া করে অবসর নিও না… কোহলির অবসরের কথা শুনে বিরাটের জন্য রায়ডুর আবেগঘন অনুরোধ
প্রতিবেদন অনুযায়ী, কোহলি গত এক মাস ধরে বোর্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে আসছেন। যদি কোহলি সত্যিই অবসর নেন, তাহলে এটি হবে তার ১৪ বছরের গৌরবময় টেস্ট কেরিয়ারের সমাপ্তি, যেখানে তিনি ১২৩টি টেস্টে ৯,২৩০ রান করেছেন ৪৬.৮৫ গড়ে, ৩০টি শতরান সহ। তিনি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও, যার নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিতে জয় পেয়েছে।
আরও পড়ুন … কেন PSL 2025-র বাকি অংশ UAE-তে করতে পারল না PCB? প্রাক্তন BCCI কর্তা নাকি কলকাঠি নেড়েছেন?
রোহিত ছাড়াও, অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। মিডল-অর্ডারের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা বেশ কিছুদিন ধরে দলে নেই এবং চোটের কারণে দীর্ঘদিন পর মাঠে ফেরা মহম্মদ শামির ফর্মেও ধস দেখা গেছে। এই পরিস্থিতিতে বিরাট কোহলিই এখন দলের একমাত্র অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার জসপ্রীত বুমরাহ ছাড়া।
আরও পড়ুন … অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্ত! ভারতীয় টেস্ট দলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে BCCI-র বড় পদক্ষেপ- রিপোর্ট
বর্ডার-গাভাসকর ট্রফির অস্ট্রেলিয়া সফরে কোহলির পারফরম্যান্স হতাশাজনক ছিল। ওই সফরে তিনি ৯ ইনিংসে মাত্র ১৯০ রান করেছিলেন ২৩.৭৫ গড়ে। যদিও পার্থে একটি শতরান ছিল তার উজ্জ্বল মুহূর্ত। এই সেঞ্চুরিটি ছিল তার ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে করা শতরানের পর প্রথম।