Ambati Rayudu on Virat Kohli Test retirement: বিরাট কোহলির অবসরের খবর শোনার পরেই অবাক করা মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর সামনে এসেছে। এরপরেই কোহলিকে তাঁর সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন রায়ডু। যেই রায়ডু সব সময়ে RCB ও বিরাট কোহলির সমালোচনা করে থাকেন তিনি বিরাটের জন্য এই বার্তা লেখায় সকলেই অবাক হয়ে গিয়েছেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে তা বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন। জানা গিয়েছে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না।
তবে বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তারা কোহলির সিদ্ধান্ত এখনও মেনে নেননি এবং তাঁকে পুনরায় তাঁর সিদ্ধান্ত নিয়ে ভাবতে বলেছেন। কারণ বেন স্টোকসের নেতৃত্বাধীন শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে ভারতের এই গুরুত্বপূর্ণ সিরিজে কোহলির অভিজ্ঞতা অত্যন্ত দরকার। এই সময়ে অম্বাতি রায়ডুর মন্তব্যে ক্রিকেট ভক্তদের অবাক করেছেন। আসলে রায়ডু আইপিএলে প্রায়ই বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) কটাক্ষ করে থাকেন। এবং কোহলিকে নিয়েও সমালোচনা করেছিলেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে কোহলিকে দলে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রায়ডু।
কী লিখলেন অম্বাতি রায়ডু?
অম্বাতি রায়ডু তার X (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘বিরাট কোহলি, অনুগ্রহ করে অবসর নিও না... ভারতীয় দল এখন তোমাকে আগের চেয়েও বেশি প্রয়োজন। তোমার ভিতরে এখনও অনেক কিছু বাকি আছে। তোমাকে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে যুদ্ধ করতে নামতে না দেখলে, টেস্ট ক্রিকেট আর আগের মতো থাকবে না। অনুগ্রহ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করো।’
আরও পড়ুন … কেন PSL 2025-র বাকি অংশ UAE-তে করতে পারল না PCB? প্রাক্তন BCCI কর্তা নাকি কলকাঠি নেড়েছেন?
জানা গিয়েছে ভারতের টেস্ট দল ১৬ বা ১৭ মে অথবা ২৩ মে ঘোষণা করা হবে। বিসিসিআই সেই সঙ্গে নতুন টেস্ট অধিনায়কের নামও জানাবে বলে জানা গিয়েছে। এর কারণ হল রোহিত শর্মাও ইতিমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন। সূত্র অনুযায়ী, শুভমন গিল ও কেএল রাহুল অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন, যেখানে তরুণ গিল এগিয়ে আছেন।
শুভমন গিল এখনও পর্যন্ত টেস্ট বা ওডিআইতে ভারতকে নেতৃত্ব দেননি, তবে ২০২৪ সালে জিম্বাবোয়ে সফরে পাঁচটি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার আগে ভারত টি-২০ বিশ্বকাপ জিতে এসেছিল। সেই সিরিজে তার নেতৃত্ব নির্বাচক ও বিসিসিআইকে মুগ্ধ করেছে।
আরও পড়ুন … অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্ত! ভারতীয় টেস্ট দলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে BCCI-র বড় পদক্ষেপ- রিপোর্ট
এদিকে, কোহলি ভারতের আরেক গুরুত্বপূর্ণ তারকা, যাকে হয়তো এবার হারাতে চলেছে ভারতীয় টেস্ট দল। রোহিত শর্মার অবসরের খবরের পরেই কোহলির সম্ভাব্য অবসরের গুঞ্জন জোরালো হয়। যদিও এখনও পর্যন্ত কোহলি বা বিসিসিআই-এর তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বিসিসিআই কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। তবে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বশেষ বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর থেকেই কোহলি এই অবসরের চিন্তা করছিলেন। এবার রোহিত শর্মার অবসরের পর সেই খবর ফের সামনে এল।
আরও পড়ুন … কোহলি-রোহিতের অবর্তমানে কেমন হবে ভারতের টেস্ট দল? নতুন যুগে পা দিতে চলেছে টিম ইন্ডিয়া!
কোহলির ভবিষ্যৎ কী?
টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কোহলির রেকর্ড অত্যন্ত উজ্জ্বল। তিনি এখনও ১০,০০০ রানের মাইলফলক থেকে মাত্র ৭০০ রান দূরে রয়েছেন।
তবে আগামী জুনে ইংল্যান্ড সফরে ভারত যদি কোহলিকে না পায়, তাহলে সেটি দলের জন্য বড় ধাক্কা হতে পারে। এদিকে কোহলি এখন আইপিএল ২০২৫-এর মরশুমে ব্যস্ত রয়েছেন এবং তার দল RCB এবার ভালো ফর্মে রয়েছে। তার গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ও অভিজ্ঞতায় দল বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং নিজেদের প্রথম আইপিএল শিরোপার স্বপ্নে বাঁচিয়ে রেখেছে।